Kate Winslet: ‘টাইটানিক’-এ কেট উইন্সলেটের প্রথম স্ক্রিন টেস্ট, কী হয়েছিল জানেন?

চিত্রনাট্য তৈরি হওয়ার অনেক আগে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের প্রযোজকদের কাছে 'টাইটানিক' জাহাজের একটি পেন্টিং নিয়ে গিয়েছিলেন ক্যামেরন। পেন্টিংটি এঁকেছিলেন কেন মার্শাল নামের এক চিত্রকর। প্রযোজকদের সামনে ছবিটি রেখে ক্যামেরন বলেছিলেন, "জাহাজে রোমিও জুলিয়েট"।

Kate Winslet: 'টাইটানিক'-এ কেট উইন্সলেটের প্রথম স্ক্রিন টেস্ট, কী হয়েছিল জানেন?
কেট উইন্সলেট
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2021 | 11:47 AM

১৯৯৭ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল ‘টাইটানিক’। প্রেক্ষাগৃহে দু’বার মুক্তি পেয়েছিল ছবিটি। বিভিন্ন মানুষের মনে বিভিন্ন অনুভূতির জায়গা দখল করে রেখেছে ছবি্টি। কালজয়ী হয়ে উঠেছে জেমস ক্যামেরন নির্মিত ‘টাইটানিক’। যতবারই ইদর্শক ছবিটি দেখেছেন, প্রতিবারই নতুন কিছু আবিষ্কার করেছেন ছবিটি থেকে। ‘টাইটানিক’ যেন কখনও পুরনো হয় না। ছবিতে অভিনয় করেছিলেন লিওনার্ডো ডি কেপ্রিও ও কেট উইন্সলেট।

সঠিক অভিনেতা না পেলে ‘টাইটানিক’-এর আকাশছোঁয়া সাফল্য হয়তো অধরাই থেকে যেত। কিছুদিন আগেই তাঁর ৪৬তম জন্মদিন পালন করেছেন কেট। মাত্র ১৯ বছর বয়সে ছবিতে রোজ়ের চরিত্রে অভিনয় করেছিলেন কেট। ক্যামেরনকে তিনি বলেছিলেন, “আপনি বুঝতে পারছেন না, আমি রোজ়।” অর্থাৎ, বোঝাতে চেয়েছিলেন রোজ়ের চরিত্রের সঙ্গে নিজেকে ভীষণভাবে একান্ত করতে পেরেছিলেন তিনি। পরে ক্যামেরনকে একটি চিঠি পাঠিয়ে গোলাপ ফুল পাঠিয়েছিলেন কেট। চিঠিতে বলেছিলেন, রোজ়ের চরিত্রে অভিনয় করার জন্য তিনি তৈরি।

চিত্রনাট্য তৈরি হওয়ার অনেক আগে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের প্রযোজকদের কাছে ‘টাইটানিক’ জাহাজের একটি পেন্টিং নিয়ে গিয়েছিলেন ক্যামেরন। পেন্টিংটি এঁকেছিলেন কেন মার্শাল নামের এক চিত্রকর। প্রযোজকদের সামনে ছবিটি রেখে ক্যামেরন বলেছিলেন, “জাহাজে রোমিও জুলিয়েট”।

‘টাইটানিক’ তৈরির অনেক আগেই ‘টার্মিনেটর ফ্র্যাঞ্চাইজ়ি তৈরি করে ফেলেছিলেন ক্যামেরন। সেই ফ্য়াঞ্চাইজ়ি রীতিমতো সারা ফেলে দিয়েছিল সারা বিশ্বের কাছে। তাই ছবি নিয়ে তাঁর দূরদর্শিতা সম্পর্কে কোনও প্রশ্নই করেননি কেউ। ছবি তৈরির সময় টানা দু’বছর প্রি-প্রোডাকশনের কাজ করেছিলেন ক্যামেরন ও তাঁর ক্রু মেম্বার। জাহাজের মিনিয়েচার মডিউল তৈরি করেছিলেন শুটিংয়ের জন্য।

আরও পড়ুন: KBC 13: বাবার বাথরুমে অমিতাভের ছবি রাখতেন মা, কেবিসিতে অকপট রাজকুমার রাও