KBC 13: বাবার বেডরুমে অমিতাভের ছবি রাখতেন মা, কেবিসিতে অকপট রাজকুমার রাও

নিজের বাপের বাড়ি থেকে অমিতাভের কেবল একটি ছবি নিয়ে এসেছিলেন রাজকুমার রাওয়ের মা। আর কিছুই আনেননি সঙ্গে।

KBC 13: বাবার বেডরুমে অমিতাভের ছবি রাখতেন মা, কেবিসিতে অকপট রাজকুমার রাও
অমিতাভ ও রাজকুমার; মায়ের সঙ্গে রাজকুমার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2021 | 5:13 PM

সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৩’তে বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন রাজকুমার রাও ও কৃতি শ্যানন। ২৯ অক্টোবর মুক্তি পায় তাঁদের ছবি ‘হাম দো হামারে দো’। যে কারণে ছবির প্রচারে ভয়ানক ব্যস্ত হয়ে পড়েছিলেন রাজকুমার ও কৃতি। অমিতাভ বচ্চন সঞ্চালিত ঐতিহাসিক নন-ফিকশন শোটিতেও অংশ নিতে আসেন তাঁরা। কখনও কৃতির সঙ্গে বল ডান্সে মেতে ওঠেন অমিতাভ। কখনও নিজের মনের কথা অমিতাভকে অকপট বলে ফেলেন রাজকুমার। তেমনই একটি ঘটনার কথা বলেন রাজকুমার। বিশেষ এপিসোডের নতুন প্রোমোতে রয়েছে সেই উল্লেখ।

রাজকুমার বলেছেন, “আমার মা আপনার খুব বড় ফ্যান ছিলেন। ভালবাসতেন আপনাকে। বাপের বাড়ি থেকে কেবলই আপনার একটি ফোটো নিয়ে এসেছিলেন সঙ্গে করে। আর কিছু আনেননি। সেই ছবি লাগিয়ে দিয়েছিলেন বাবার বেডরুমে। বাবার অসহায়তার কারণ ছিল সেটা। এবার মাকে বলেওছিলেন – ‘তুমি কার সঙ্গে থাকো? আমার সঙ্গে না অমিতাভের সঙ্গে?'”

‘নিউটন’ ছবির শুটিং চলার সময় খবর আসে মাকে চিরতরে হারিয়েছেন রাজকুমার। সেসময় তাঁর আত্মগ্লানি হয়েছিল খুব। অমিতাভের স্মরণাপণ্ণ হয়েছিলেন অভিনেতা। শোতে রাজকুমার বলেছেন, “নিউটনের শুটিংয়ের সময় খবর পাই মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। কোনওদিনও মুম্বই আসেননি মা। কেবল বলতেন আপনার সঙ্গে দেখা করতে যাবেন। আমি মায়ের সেই স্বপ্নপূরণ করতে পারিনি। ভীষণ আক্ষেপ আছে আমার। সেদিন রাতেই আপনাকে ফোন করে বলেছিলাম যদি আপনি মায়ের জন্য ভিডিয়ো রেকর্ড করে পাঠাতে পারেন। আপনি তৎক্ষণাৎ মায়ের জন্য একটি ভিডিয়ো রেকর্ড করে পাঠিয়েছিলেন। মায়ের ফটোর সামনে আমি সেটা চালিয়েছিলাম। সেই ভিডিয়ো আর আমি খুঁজে পাইনি। ওটা আর নেই। মা ছাড়া আর কেউই দেখেননি। আমার মনে হয় ওটা মা আর আপনার মধ্যেই রয়েছে।”

আরও পড়ুন: Joyjit-Annwesha: ইন্ডাস্ট্রির এক অভিনেতার থেকে প্রকাশ্যে বাহবা পেলেন অন্বেষা, ফের একবার তাঁর অভিনয় মুগ্ধ করছে সক্কলকে

আরও পড়ুন: Anindita Raychaudhury: “আমাকে আর খুঁজো না”, সাম্প্রতিক পোস্টে কেন এমন কথা বললেন অনিন্দিতা?

আরও পড়ুন: Rajkumar Rao-Kapil Sharma: প্রকাশ্যে কপিল শর্মার ফ্যামিলি প্ল্যানিং নিয়ে মশকরা করলেন রাজকুমার