দাম্পত্যের ১৭ বছর পেরিয়ে আবেগপ্রবণ কৌশিকী চক্রবর্তী
Kaushiki Chakraborty: কৌশিকী এবং পার্থসারথি দুই ছোটবেলার বন্ধু গান নিয়ে ডুবে থেকেছেন। পারিবারিক সাঙ্গীতিক পরিবেশ তাঁদের বড় হওয়ার পথের পাথেয়।
বর-কনের সাজ। গলায় ফুলের মালা। মাথায় মুকুট। সোজা তাকিয়ে ক্যামেরায়। এই দম্পতি আপনার পরিচিত। বাংলার সঙ্গীত জগতে এই বর-কনে অত্যন্ত উজ্জ্বল নাম। এঁরা হলেন কৌশিকী চক্রবর্তী দেশিকান এবং পার্থসারথি দেশিকান। ১৭ বছরের বিবাহিত জীবন পেরিয়ে এসে বিয়ের দিনের এক টুকরো স্মৃতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কৌশিকী।
২০০৪-এর ৯ জুলাই বিয়ে করেছিলেন কৌশিকী এবং পার্থসারথি। গায়িকা লিখেছেন, ‘১৭ বছরের আগে আমরা ছোট ছিলাম, বোকা ছিলাম। সামান্য ভয়, সামান্য উত্তেজনা…। ছোটবেলার বন্ধু থেকে প্রেমিক, প্রেমিকা, তারপর দম্পতি থেকে বাবা, মা…। বোঝাপড়া, শেখা, শ্রদ্ধার জার্নি। জীবন যা দিয়েছে তার জন্য কৃতজ্ঞ।’
View this post on Instagram
কৌশিকী এবং পার্থসারথি দুই ছোটবেলার বন্ধু গান নিয়ে ডুবে থেকেছেন। পারিবারিক সাঙ্গীতিক পরিবেশ তাঁদের বড় হওয়ার পথের পাথেয়। তাঁদের একমাত্র পুত্র সন্তানকেও সেই পথের দিশা দেখিয়েছেন তাঁরা। বিশেষ দিনে সকলের আশীর্বাদ, শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়েছেন কৌশিকী। তাঁর কথায়, ‘আমরা একসঙ্গে বুড়ো হচ্ছি। নিজেরা আরও ভাল হওয়ার চেষ্টা করব, এই প্রতিশ্রুতি দিতে পারি’। পরিচিত প্রিয়জন, বন্ধুরা তো বটেই, অগণিত অনুরাগী ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।
আরও পড়ুন, অভিনয় নয়, পড়াশোনা করতে নাসিরুদ্দিনকে উৎসাহ দিয়েছিলেন দিলীপ কুমার