অভিনয় নয়, পড়াশোনা করতে নাসিরুদ্দিনকে উৎসাহ দিয়েছিলেন দিলীপ কুমার
Naseeruddin Shah Dilip Kumar: শেষের কয়েকদিন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নাসিরুদ্দিনও ওই একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন।
গত ৭ জুলাই প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তাঁর প্রয়াণকে একটা যুগের অবসান হিসেবেই দেখছেন বলিউডের সদস্যরা। তাঁকে ঘিরে অজস্র স্মৃতি। সে সব পুরনো দিনের কথা উঠে আসছে শিল্পীদের কথায়। ঠিক যেমন দিলীপ কুমারের কথা স্মরণ করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
শেষের কয়েকদিন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নাসিরুদ্দিনও ওই একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। আপাতত তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনিও ৭ জুলাই বাড়ি ফেরেন। তার আগে নাকি হাসপাতালেই নাসিরুদ্দিনকে দেখতে গিয়েছিলেন সায়রা বানু।
সংবাদ মাধ্যমে নাসিরুদ্দিন বলেন, “সায়রাজি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। বলেন, সাহাব তোমার কথা জানতে চাইছিলেন। আমি অভিভূত হয়ে যাই। আমি হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে ওঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু আমি ফিরলাম, উনিও চলে গেলেন।”
নাসির তাঁর কেরিয়ারের শুরু, মুম্বইয়ে স্ট্রাগলের দিনের স্মৃতি রোমন্থন করেছেন। সে সময় দিলীপ কুমার নাকি তাঁকে অভিনয় করতে বারণ করেছিলেন। বরং ফিরে গিয়ে পড়াশোনায় মন দিতে বলেছিলেন।
নাসিরের কথায়, “দিলীপ সাব বলেছিলেন, ভাল পরিবারের ছেলে মেয়েদের অভিনেতা হওয়ার চেষ্টা করা উচিত নয়। ওঁর সঙ্গে অভিনয় করতে গেলে নার্ভাস লাগত।” ‘কর্মা’ ছবিতে শেষবার একসঙ্গে কাজ করেছিলেন দিলীপ কুমার এবং নাসিরুদ্দিন।
আরও পড়ুন, ঐশ্বর্যা রাইয়ের জন্য স্বার্থত্যাগ করেছিলেন সুস্মিতা সেন!