বুদ্ধদেবের সমাজের বাস্তবতা থেকে নির্যাস নিয়ে ম্যাজিক রিয়েলিজমে তুলে ধরার ক্ষমতা ছিল: কেতন মেহতা

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 11, 2021 | 1:07 AM

দেশ থেকে কিছু ফিল্মমেকার একসঙ্গে জার্মানি গিয়েছিলাম, সেখানেই ওঁর সঙ্গে পরিচয়। ১০ দিন একসঙ্গে ছিলাম।

বুদ্ধদেবের সমাজের বাস্তবতা থেকে নির্যাস নিয়ে ম্যাজিক রিয়েলিজমে তুলে ধরার ক্ষমতা ছিল: কেতন মেহতা
কেতন মেহতা।

Follow Us

দেবপ্রিয় দত্ত মজুমদার: বাংলার চলচ্চিত্রে ফের নক্ষত্রপতন। প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta)। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ ঘুমের মধ্যেই দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭। তাঁর স্মৃতিচারণা করলেন পরিচালক কেতন মেহতা

কাজসূত্রে আমরা ভীষণ ঘনিষ্ট হয়ে গিয়েছিলাম। উদ্যমী একজন পরিচালক এবং আমার খুব কাছের বন্ধু ছিলেন তিনি। দারুণ মানুষ এবং একজন প্রবাদপ্রতিম ফিল্মমেকার। তাঁর মৃত্যুসংবাদে আমি সত্যিই ভীষণ হতবাক হয়েছি। তাঁর সহজতা, যে ভাবে তিনি গোটা বিশ্বকে দেখতেন, বুঝতেন এবং সমাজের বাস্তবতা থেকে নির্যাস নিয়ে তা ম্যাজিক রিয়েলিজমে তুলে ধরার ক্ষমতা। এটা একটা জঁর এবং তাতে তিনি সাফল্য পেয়েছিলেন, সে কারণে তিনি ৩০-৪০ বছর ধরে সিনেমা নির্মাণ করতে পেরেছেন। দেশ থেকে কিছু ফিল্মমেকার একসঙ্গে জার্মানি গিয়েছিলাম, সেখানেই ওঁর সঙ্গে পরিচয়। ১০ দিন একসঙ্গে ছিলাম। জার্মানির বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছিলাম। আটের দশকের সময়। আমার কাছে সমৃদ্ধ অভিজ্ঞতা ছিল। তারপর থেকে আমাদের বন্ধুত্ব বাড়তে থাকল। আকস্মিক এ দুঃসংবাদে আমি সত্যিই হতবাক হয়েছি।

আরও পড়ুন উনি একজন জিনিয়াস…একজন মহীরূহ…একজন মানুষ কখনও পিছপা হননি: অলকানন্দা দাশগুপ্ত

Next Article