TRP: কোয়েল নাকি জগদ্ধাত্রী— এবারে মহালয়ায় কার নম্বর বেশি? রইল রেজাল্ট

TRP: সেয়ানে সেয়ানে কোলাকুলি নাকি একেবারে বোল্ড আউট--- এবারে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই চ্যানেলের মহালয়ার রিপোর্ট কার্ডের দিকে বহুদিন ধরেই নজর ছিলেন উৎসুক জনতার। বহুবার মহিষাসুরমর্দিনী হওয়া কোয়েল মল্লিক নাকি নিউকামার অঙ্কিতা মল্লিকের মহালয়া বেশি মানুষ দেখলেন তা নিয়ে ফেসবুকের নানা পেজে ভক্তদের মধ্যেও কম ঝগড়া হয়নি। অবশেষে সামনে এল রিপোর্ট কার্ড।

TRP: কোয়েল নাকি জগদ্ধাত্রী--- এবারে মহালয়ায় কার নম্বর বেশি? রইল রেজাল্ট
এগিয়ে কে?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 6:48 PM

সেয়ানে সেয়ানে কোলাকুলি নাকি একেবারে বোল্ড আউট— এবারে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই চ্যানেলের মহালয়ার রিপোর্ট কার্ডের দিকে বহুদিন ধরেই নজর ছিলেন উৎসুক জনতার। বহুবার মহিষাসুরমর্দিনী হওয়া কোয়েল মল্লিক নাকি নিউকামার অঙ্কিতা মল্লিকের মহালয়া বেশি মানুষ দেখলেন তা নিয়ে ফেসবুকের নানা পেজে ভক্তদের মধ্যেও কম ঝগড়া হয়নি। অবশেষে সামনে এল রিপোর্ট কার্ড। আর সেই রিপোর্ট কার্ডে যা উঠে এল তা হয়তো খানিক আঁচ করতে পেরেছিলেন আপনিও। অভিজ্ঞতার কাছে হার মানল নতুন, তবে খুব যে পিছিয়ে গেল এ কথা কিন্তু বলা যায় না।

স্টার জলসার মহালয়া স্পেশ্যাল অনুষ্ঠানের নাম ছিল ‘যা দেবী সর্বভূতেষু’। ওই চ্যানেলে কোয়েল মল্লিককে দেখা গিয়েছিল মা দুর্গা রূপে। অন্যদিকে জি বাংলায় অনুষ্ঠিত মহিষাসুরমর্দিনীতে নামভূমিকায় দেখা গিয়েছিল অঙ্কিতা মল্লিককে। যিনি সংশ্লিষ্ট চ্যানেলে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করে থাকেন। এবারে জি বাংলার মহালয়ার শুধু যে অঙ্কিতাই ছিলেন এমনটা কিন্তু নয়। দেখা গিয়েছিল জি বাংলার একদা ‘সোনার মেয়ে’ দিতিপ্রিয়া রায়কেও। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘নবপত্রিকায় দেবীবরণ’।

টিআরপির রিপোর্ট বলছে স্টার জলসার মহালয়া পেয়েছে ৫.৫৮। অন্যদিকে জি-বাংলার মহালয়ার কপালে জুটেছে ৪.২৬। কোয়েলের কাছে হার মেনেছে অঙ্কিতা-দিতিপ্রিয়ারা। তবে খুব একটা ফারাক কিন্তু নেই তাঁদের। অন্যদিকে এই বছর নতুন কোনও মহালয়া করেনি কালারস বাংলা। গত দুই বছরের মহালয়াই অন্যভাবে তুলে ধরেছেন তাঁরা। ওই অনুষ্ঠানের রেটিং ০.৪৮। অন্যদিকে সোনি আটে যে মহালয়া হয়েছে তার রেটিং ছিল ০.৩৫। কোয়েল অভিনীত মহালয়া এবার টিআরপিতে এগিয়ে থাকলেও সম্প্রচারের পর সেই মহালয়া বেশ ট্রোলিংও কিন্তু হয়েছিল। অনুষ্ঠানে শিবের এক নাচ দেখানো হয়েছিল পার্বতীকে বিয়ে করার আগে। সেখানে শিবের অঙ্গিভঙ্গি, ইত্যাদি নানা বিষয় নিয়ে কম মস্করা হয়নি সামাজিক মাধ্যমে।