ওয়ার্ল্ড মিউজিক ডে পালন হচ্ছে বিশ্ব জুড়ে। এই দুঃসময়েও গান কিছুটা মন ভাল করার ওষুধ, এ কথা একবাক্যে মেনে নেন অনেকেই। গানের ধারা যেমন বদলেছে, বদলেছে শ্রোতার চাহিদাও। সদ্য এক সাক্ষাৎকারে মিউজিক ইন্ডাস্ট্রির বদলের কথা তুলে ধরলেন কুমার শানু।
কুমার শানুর মিউজিক কেরিয়ারের বিস্তার নিয়ে নতুন কিছু বলার নেই। তবে কেরিয়ারের শুরুতে যে ইন্ডাস্ট্রি দেখেছিলেন শানু, এখন তার বদল ঘটেছে অনেকটাই। শানুর কথায়, “গান গাওয়ার ধরন বদলেছে। আমরা টেকনিক্যালি অনেক উন্নত হয়েছি ঠিকই। কিন্তু গানের যে আত্মা, তা কোথাও মিসিং। ৯০-এর দশকে কত ছবি গানের জন্যই হিট হত। প্রযোজকরাও গানের ভিতরের মনটাতে জোর দিতেন। এখন আর তা নেই।”
কুমার শানু মনে করেন, আগে সঙ্গীতশিল্পীদের সাধারণ মানুষ যত শ্রদ্ধা করতেন, এখন তা আর নেই। এমন নয় যে, তাঁদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেন, কিন্তু আগের মতো সঙ্গীতশিল্পীদের প্রতি সাধারণ শ্রোতা শ্রদ্ধাশীল নন, এটাও মনে হয়েছে তাঁর।
দেখুন, বলিউড সেলেবদের যোগ দিবস পালনের ছবি
এই মুহূর্তে মিউজিক ইন্ডাস্ট্রিতে যে ভাবে কাজ হয়, তার ধরন নিয়ে আপত্তি রয়েছে শানু। তিনি শেয়ার করেছেন, “এখন একটা গান অনেক শিল্পীকে দিয়ে গাওয়ানো হয়। ফলে শেষ পর্যন্ত তাঁর ভার্সন ব্যবহার করা হবে কি না, সে সম্পর্কে গায়কও নিশ্চিত হতে পারেন না। এটা কোথাও শিল্পীর অসম্মান। পরিচালক বা প্রযোজকের কোনও শিল্পীর প্রতি অনাস্থা এতে প্রকাশ পায়।”
আরও পড়ুন, ‘খতড়ো কা খিলাড়ি’তে নতুন কী থাকছে, জানালেন রোহিত শেট্টি