AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kumar Sanu: বাবার মৃত্যুদিনেও গাইতে হয় গান, দর্শকদের সেই ব্যবহার আজও কাঁদায় শানুকে

Singer Kumar Sanu: সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানু জানান, যেদিন তাঁর বাবা মারা গিয়েছিলেন, সেদিনও দর্শকদের গান শুনিয়ে যেতে হয়েছিল। রাজ কাপুরের এক উক্তি ধার করেই তিনি বলেন,'দ্যা শো মাস্ট গো অন' রাদ কাপুরজি এটা একদম ঠিক বলেছিলেন।ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে এ কী বললেন তিনি?

Kumar Sanu: বাবার মৃত্যুদিনেও গাইতে হয় গান, দর্শকদের সেই ব্যবহার আজও কাঁদায় শানুকে
কুমার শানু
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 4:20 PM
Share

‘দ্যা শো মাস্ট গো অন’ কথাটা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু তার বাস্তবতার কিন্তু ততটাও সহজ নয়। আর এই কঠিন সত্যিটার সঙ্গে হয়তো একটু বেশি করে পরিচিতি। যাঁদের কাজ মানুষকে মনোরঞ্জন করা। আর এই কঠিন সত্য সম্পর্কে আরও একবার পরিচয় করিয়ে দিলেন গায়ক কুমার শানু। বলিউড, টলিউড সবর্ত্রই তাঁর পরিচিতি কম নয়। ৯০-এর দশকে প্রেমিক-প্রেমিকাদের মুখে-মুখে লেগে থাকত যাঁর গান। বাবার মৃত্যুর দিনও দর্শকদের আনন্দ দিয়ে যেতে হয়েছিল তাঁকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানু জানান, যেদিন তাঁর বাবা মারা গিয়েছিলেন, সেদিনও দর্শকদের গান শুনিয়ে যেতে হয়েছিল। রাজ কাপুরের এক উক্তি ধার করেই তিনি বলেন, ‘দ্যা শো মাস্ট গো অন’ রাদ কাপুরজি এটা একদম ঠিক বলেছিলেন। যখন দর্শকের সামনে শিল্পীরা যান, তখন তাঁরা তাঁদের ব্যাক্তিগত জীবনে কী চলছে, আদৌ তিনি ঠিক আছো কি না তা নিয়ে বিন্দুমাত্র ভাবেন না। তাঁরা শুধু জানেন, কুমার শানু যখন এসেছেন, তখন তিনি গেয়ে যাবেন।” এখানেই থামেননি তিনি। আরও জানান, ওইদিনই মঞ্চে পড়ে যান তিনি, কিন্তু তা সত্ত্বেও গান থামাননি।

এই বিষয়ে শানু বলেন, “ওই দুঃখের দিনেই, শো চলাকালীন দর্শকরা মঞ্চে এক ফুল ছুড়েছিলেন যে, তাতে পা পিছলে পড়ে যাই। তবে দর্শকরা তা বুঝতেও পারেননি। আমি তাও গান করে যাই, তাঁরা বুঝতেও পারেননি যে আমি পড়ে গিয়েছি।” শেষে আরও যোগ করেন, “পারফরম্যান্স শেষ করে যখন ব্যাক স্টেজে যাই তখন সবাই দৌঁড়ে আমার কাছে আসে, তবে দর্শকরা টেরও পাননি আমার সঙ্গে কী হয়েছে।”