করোনায় আক্রান্ত প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। ৯২ বছরের লতা মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি বেসরকারি হাসপাতালের আইসিউতে ভর্তি রয়েছেন। তাঁর ভাগ্নী রচনা জানিয়েছেন, ‘কোকিলকণ্ঠী’ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। তবে, বয়স ও অন্যান্য শারীরিক পরিস্থিতির কথা ভেবেই লতাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
সংবাদ মাধ্যমকে রচনা জানিয়েছেন, “তিনি ভাল আছেন। ওঁর অনেক বয়স। আমরা কোনও প্রকার ঝুঁকি নিতে চাইনি। আমাদের পাশে থাকুন ও আপনাদের প্রিয় দিদির জন্য প্রার্থনা করুন ঈশ্বরের কাছে।”
২০১৯ সালের ঘটনা। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। যমে মানুষে টানাটানি হয়েছিল সেসময়। কিন্তু ফাইটারের মতো ফেরত এসেছিলেন লতা। লতার ছোট বোন আশা বলেছিলেন, ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন তিনি।
গত সেপ্টেম্বরে, ৯২ বছর বয়সে পা দিয়েছিলেন ‘তরুণী’ লতা। পরিবারের নিকটজনেরা সকলেই পাশে ছিলেন। করোনার ভয়ে সঙ্গীত জগতের কেউ আসেননি সেবার। তবুও প্রতিবারের মতো গোটা বিশ্ব ও সঙ্গীত জগৎ থেকে ভেসে এসেছিল লতার জন্য শুভেচ্ছাবার্তা। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেছিলেন, “লম্বা ও সুস্থ জীবন প্রার্থনা করি।”
লিখেছিলেন, “প্রিয় ও সম্মানীয় দিদির জন্য জন্মদিনের শুভেচ্ছা। সারা বিশ্ব গুনগুন করে তাঁর গান। মানবিকতার জন্য সকলে তাঁর মাথায় করে রাখেন। ভারতীয় সংস্কৃতিকে বহন করে নিয়ে চলেছেন প্রিয় দিদি।”
১০০০টি হিন্দি ছবিতে গান গেয়েছেন লতা। সাত দশক টানা গেয়েছেন এক নাগাড়ে। হিন্দি ছাড়াও গেয়েছেন ভারতের একাধিক আঞ্চলিক ভাষায়। গেয়েছেন বিদেশি ভাষাতেও।
আরও পড়ুন: Omicron Cases West Bengal Live: করোনা আক্রান্ত ৯২-এর ‘কোকিলকণ্ঠী’ লতা মঙ্গেশকর, ভর্তি ICU-তে