Golden Globe Winners 2022: গোল্ডেন গ্লোব ২০২২-এর সেরার শিরোপা পেলেন কারা? এক নজরে দেখে নিন সেই তালিকা…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 10, 2022 | 10:39 AM

গোল্ডেন গ্লোবের সোশ্যাল সাইটেই ঘোষণা করা হল ২০২২-এর বিজয়ীদের নাম। এক নজরে দেখে নিন সেই তালিকা...

Golden Globe Winners 2022: গোল্ডেন গ্লোব ২০২২-এর সেরার শিরোপা পেলেন কারা? এক নজরে দেখে নিন সেই তালিকা...
ছবির সৌজন্যে স্কাই নিউজ

Follow Us

করোনার কারণে বড় করে অনুষ্ঠান করা গেল না গোল্ডেন গ্লোব ২০২২-এর পুরস্কার বিতরণী মঞ্চে। স্ট্রিমিংও করা হল না। গোল্ডেন গ্লোবের সোশ্যাল সাইটেই ঘোষণা করা হল বিজয়ীদের নাম, প্রকাশ করা হল তালিকা। এক নজরে মনোনীত সেই সমস্ত ছবি, তারকাদের নামের সঙ্গে বিজয়ীদের নাম দেখে নিন…

শ্রেষ্ঠ মোশন ছবি- ড্রামা

বেলফেস্ট
কোডা
ডুন
কিং রিচার্ড
দ্য পাওয়ার অব দ্য ডগ- বিজয়ী

শ্রেষ্ঠ অভিনেতা- ড্রামা

মাহেরসালা আলি (সোয়ান সং)
জ্যাভিয়ার বার্ডেম (বিইইং দ্য রিকার্ডোস)
বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ)
উইল স্মিথ (কিং রিচার্ড)- বিজয়ী
ডেনজেন ওয়াশিংটন (দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ)

শ্রেষ্ঠ অভিনেত্রী- ড্রামা 

জেসিকা চ্যাসটেন ( দ্য আইজ অব ট্যামি ফে)
অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার)
নিকোল কিডম্যান (বিইইং দ্য রিকার্ডোস )- বিজয়ী
লেডি গাগা (হাউজ অব গুচি)
ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেনসার)

শ্রেষ্ঠ মোশন ছবি- (মিউজিকাল অথবা কমেডি)

সিরানো
ডোন্ট লুক আপ
লিকোরাইজ পিজ্জা
টিক টিক বুম
ওয়েস্ট সাইড স্টোরি- বিজয়ী

শ্রেষ্ঠ অভিনেতা (মিউজিকাল অথবা কমেডি)

লিওনার্দো দি ক্যাপ্রিও (ডোন্ট লুক আপ)
পিটার ডিঙ্কলেজ (সিরানো)
অ্যান্ড্রু গারফিল্ড (টিক টিক বুম)- বিজয়ী
কুপার হফম্যান (লিকোরাইস পিজ্জা)
অ্যান্থনি রামোস (ইন দ্য হাইটস)

শ্রেষ্ঠ অভিনেত্রী (মিউজিকাল অথবা কমেডি)

ম্যারিওন কটিলারড (অ্যানেট)
অ্যালানা হাইম (লিকোরিয়াস পিজ্জা)
জেনিফার লরেন্স (ডোন্ট লুক আপ)
এমা স্টোন (ক্রুয়েলা)
র‍্যাচেল জেগলার (ওয়েস্ট সাইড স্টোরি)- বিজয়ী

শ্রেষ্ঠ পরিচালক

কেনেথ ব্রানাগ (বেলফাস্ট)
জেন ক্যামপ (দ্য পাওয়ার অফ ডগ)- বিজয়ী
ম্যাগি গিলেনহল (ওয়েস্ট সাইড স্টোরি)
ডেনিস ভিলেনেউভ (ডুন)

শ্রেষ্ঠ চিত্রনাট্য

বিইইং দ্য রিকার্ডোস
বেলফাস্ট- বিজয়ী
ডোন্ট লুক আপ
লিকোরাইস পিজ্জা
দ্য পাওয়ার অফ দ্য ডগ

শ্রেষ্ঠ ছবি- অ্যানিমেটেড

এনক্যান্টো- বিজয়ী
ফ্লি
লুকা
মাই সানি মাড
রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্র্যাগন

আরও পড়ুন: Spider Man: মাথায় বেসবসের টুপি ও মাস্ক পরে লুকিয়ে প্রেক্ষাগৃহে ‘স্পাইডার ম্যান’ দেখলেন এই দুই তারকা

আরও পড়ুন: Dev Anand: এক ঝাঁক ট্যাভেল গাইডদের হাতে প্রকাশিত দেব আনন্দের বিশেষ ক্যালেন্ডার

Next Article