‘কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম’…বাড়ি থেকে বাইরে, স্কুল থেকে কলেজ, ইনস্টা থেকে ফেসবুক। বিগত বেশ কিছু মাস ধরে বিশ্ববাসী ‘আক্রান্ত’ কাঁচা বাদাম জ্বরে। সৌজন্যে বাংলার মাটির মানুষ ভুবন বাদ্যকর। বলিউডের এ লিস্টারদের এই গানের সঙ্গে ভাইরাল রিল ইতিমধ্যেই নিশ্চয়ই আপনি দেখে ফেলেছেন?
এবার সেই ট্রেন্ডে নাম লেখালেন মাধুরীও। ভুবনের গলায় কাঁচা বাদাম ঝড় আছড়ে পড়ল ‘ধকধক গার্ল’-এর হৃদয়েও। দুদিন আগে পোস্ট করা সেই ভিডিয়ো আর আটকে নেই শুধু তাঁর সোশ্যাল মিডিয়াতেই। ইতিমধ্যেই তা ভাইরালও। বুঁদ নেটপাড়াও। সঙ্গী আর এক অভিনেতা রীতেশ দেশমুখ। নীল পোশাকে তিনি উজ্জ্বল। পাশে কালো পোশাকে রীতেশ যেন অনেকটাই ফিকে। নাচলেন, শেয়ারও করলেন, করলেন মজাও। বাংলার ভুবনের সুরে আরও একবার উদ্বেলিত হয়ে উঠল মুম্বইয়ের স্টুডিয়োও।
রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন বঙ্গের বাদামকাকু ভুবন বাদ্যকর। ইতিমধ্যেই কলকাতার নামজাদা পাঁচতারায় শো করে ফেলেছেন ভুবন বাদ্যকর। কিনেছেন সেকেন্ড হ্যান্ড গাড়িও। গাড়ি চালানো শিখতে গিয়ে হয়েছে দুর্ঘটনাও। মুম্বইয়ে গিয়েছেন শো করতে। ফিরে এসে আবার অংশ নিয়েছেন বাংলার নতুন রিয়ালিটি শো ইস্মার্ট জোরিতেও। সঙ্গে স্ত্রী। সেখানে আবার স্ত্রীকে ক্যামেরার সামনে চুমুতে ভরিয়েও দিয়েছিলেন।
তার রাতারাতি সাফল্যে এসেছে নেতিবাচন মন্তব্য। কেউ বলেছেন, এই নাম বেশিদিনের নয় আবার কেউ বা বীরভূমের এই মাটির মানুষকে দুহাতে করেছেন সমাদর। ভবিষ্যৎ কারও জানা নেই, তবে আপাতত বাদামকাকু জায়গা করে নিয়েছেন বলিউডের ৯০-এর সেনসেশন মাধুরীর মনেও। এও কি কম পাওয়া নয়?