Randhir Kapoor: কাকাকে নিয়ে ‘মিথ্যাচার’ রণবীরের? ভাইপোর কথা মানলেনই না রণধীর!

Randhir Kapoor: রণবীরের বলা কথা ফুৎকারে উড়িয়ে দিলেন রণধীর। ভাইপোর কথাকেই মান্যতা না দিয়েই তিনি বললেন, এই খবর একেবারেই নাকি সত্য নয়।

Randhir Kapoor: কাকাকে নিয়ে 'মিথ্যাচার' রণবীরের? ভাইপোর কথা মানলেনই না রণধীর!
কাকার অসুস্থতা নিয়ে 'মিথ্যাচার' রণবীরের?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2022 | 11:10 AM

রণবীর কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর কাকু রণধীর কাপুর নাকি ডিমেনশিয়ায় আক্রান্ত। এবার এই রণবীরের বলা এই কথাই ফুৎকারে উড়িয়ে দিলেন রণধীর। ভাইপোর কথাকেই মান্যতা না দিয়েই তিনি বললেন, এই খবর একেবারেই নাকি সত্য নয়।

ডিমেনশিয়া এমন এক রোগ যাতে আক্রান্ত ব্যক্তির স্মৃতিভ্রংশ হয়। অনেক ক্ষেত্রেই পূর্বের কথা, নাম ইত্যাদি নানা জিনিস মনে রাখতে পারেন না তাঁরা। রণবীর জানিয়েছিলেন ঋষি কাপুর অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শর্মাজি নমকিন’ দেখে নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন কাকু রণধীর। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, “আমার কাকু রণধীর, ডিমেনশিয়ার একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছেন ছবি দেখে তিনি আমায় বলেন, ‘বাবাকে বোলো ভীষণ ভাল ছবি, কোথায় ও? ওকে ডাক…”। ঋষি কাপুর প্রয়াত হয়েছেন বছর দুয়েক আগেই। রণবীরের দাবি ছিল, সে কথা নাকি একেবারেই মনে নেই তাঁর কাকুর।

অন্যদিকে এই বিষয়ে টাইমস অব ইণ্ডিয়া রণধীর কাপুরের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলে রণধীরের সাফ বক্তব্য, “এসব কিচ্ছু না। আমি ভাল আছি। আমার শুধু কোভিড হয়েছিল।” তাহলে রণবীর কেন এমনটা বললেন? তাঁর যুক্তি, “রণবীরের ইচ্ছে। ওর যা ইচ্ছে হয়েছে তাই বলেছে।” কাকা-ভাইপোতে মিল হল না মতের। আর তাতেই রহস্যের ‘গন্ধ’ পাচ্ছেন ইন্ডাস্ট্রির অন্দর। তবে কি দুই কাপুরের মধ্যে ভাঙন? কেনই বা কাকার রোগ নিয়ে মিথ্যাচার করবেন রণবীর? উঠছে নানা প্রশ্ন। রণবীর যদিও রণধীর অসুস্থতার খবর নস্যাৎ করার পর এ নিয়ে আর মুখ খোলেননি এখনও পর্যন্ত।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ঋষি কাপুর অভিনীত শেষ ছবি শর্মাজি নমকিন মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে। ছবিটি যদিও শেষ করে যেতে পারেননি ঋষি। তা নিয়ে ছেলে রণবীরের আপসোসের শেষ নেই। মুক্তির পরেই এই ছবি বেশ পছন্দ হয়েছে দর্শকের। ভাইয়ের ছবি যে তাঁরও মনে ধরেছে সে কথাও নিজ মুখে স্বীকার করেছেন রণধীর কাপুর।

আরও পড়ুন- ‘দ্য কাশ্মীর ফাইলস-এর পুষ্করনাথ আমার বাবা’, এ কোন সত্যি বললেন অনুপম খের…