Tollywood: চোখে কালো সানগ্লাস, র‍্যাম্প ওয়াক মদন মিত্রর, সঙ্গী হলেন কারা?

পরেছিলেন কালো পোশাক। তবে যে চশমা পরে তিনি লাইভে আসেন, আলো ঝলমলে ওই অনুষ্ঠানে সেই চশমা পরতে দেখা গেল না বিধায়ককে।

Tollywood: চোখে কালো সানগ্লাস, র‍্যাম্প ওয়াক মদন মিত্রর, সঙ্গী হলেন কারা?
র‍্যাম্পে মদন।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 09, 2021 | 9:48 PM

ফেসবুক লাইভ নয়, চিরাচরিত সেই হলুদ চশমাও নয়। কালো চশমা, কালো পোশাক পরেই র‍্যাম্প ওয়াক করলেন কামারহাটি পুরসভার বিধায়ক মদন মিত্র। বঙ্গরাজনীতিতে যিনি ‘রঙিন’ হিসেবে বেশ চর্চিত। তাঁর এই ওয়াকে সঙ্গী হলেন কারা?

করোনাকালে ক্ষতিগ্রস্ত টেকনিশিয়ানরা। অনেকেই কাজ হারিয়েছেন। কারও পারিশ্রমিক কমেছে আগের থেকে বেশ কয়েক গুণ। সেলিব্রিটিদের গ্ল্যামারাস লুকের রহস্যের চাবিকাঠি যাঁদের হাতে লুকিয়ে সেই সব মেকআপ আর্টিস্টদের নেপথ্যের কাজকে তুলে ধরার জন্য এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছিলেন রূপটান শিল্পী মুনমুন দাস ও তাঁর মেয়ে মোনা। পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে আসা নতুন ও অভিজ্ঞ রূপটান শিল্পীদের নিয়ে আয়োজিত ওই প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী তৃণা সাহা, মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, রূপসজ্জা শিল্পী সুরজিৎ দত্ত ও অমিত কর্মকারকে। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন মদন মিত্রও।

পরেছিলেন কালো পোশাক। তবে যে চশমা পরে তিনি লাইভে আসেন, আলো ঝলমলে ওই অনুষ্ঠানে সেই চশমা পরতে দেখা গেল না বিধায়ককে। তিনি বেছে নিয়েছিলেন ‘কালো চশমা’। চেনা ভঙ্গিতে মডেলদের হাতে হাত রেখেই মঞ্চে উঠলেন মদন। করলেন র‍্যাম্প ওয়াক। যা দেখেশুনে নেটিজেনদের একটাই মন্তব্য, ‘ওহ লাভলি…’।

আরও পড়ুন- সংখ্যালঘুকে উদ্যোগ নিতে হয়েছে এবং বলতে হয়েছে ‘এসো, আমাদের চেনো’… এর উল্টোটাই আমরা আশা করেছিলাম: সাবির আহমেদ