Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Gossip: ব্রেকআপ নাকি গিমিক? আর রটনা নয়, মালাইকা-অর্জুন জানিয়ে দলেন সবটাই

Malaika- Arjun: প্রসঙ্গত, অর্জুন ও মালাইকার বিচ্ছেদের খবর রটার পাশাপাশি আর একজনের সঙ্গে নাম জড়ায় অর্জুনের। তিনি কুশা কাপিলা।

Bolly Gossip: ব্রেকআপ নাকি গিমিক? আর রটনা নয়, মালাইকা-অর্জুন জানিয়ে দলেন সবটাই
মালাইকা-অর্জুন জানিয়ে দলেন সবটাই
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2023 | 6:44 PM

এত বছরের সম্পর্ক, ভালবাসা নিয়ে দু’জনেই খুল্লামখুল্লা। তাই মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের ব্রেকআপের গুঞ্জন রটতেই চমকে গিয়েছিলেন সকলে। সকলেরই এক প্রশ্ন ছিল, এ কী করে সম্ভব? অবশেষে সামনে এল সবটা। গতকাল অর্থাৎ শনিবারই আভাস পাওয়া গিয়েছিল এবার আর কিছু গোপন রইল না।

রবিবারের দুপুর। আচমকাই সাদা শার্ট পরে মুম্বইয়ের রাস্তায় দেখা গেল মালাইকাকে, সঙ্গে কালো পোশাকে দেখা গেল অর্জুন কাপুরকে। এক রেস্তরাঁয় একসঙ্গে খেতে গিয়েছিলেন তাঁরা। হাতে হাত ধরে পাপারাৎজির সামনে এলেন দু’জনে। আর একই সঙ্গে অবসান ঘটালেন সব রটনা। না, তাঁদের মোটেও বিচ্ছেদ হয়নি। বি-টাউনে রোজ রটা হাজারও গুঞ্জনের মধ্যে এটিও একটি।

প্রসঙ্গত, অর্জুন ও মালাইকার বিচ্ছেদের খবর রটার পাশাপাশি আর একজনের সঙ্গে নাম জড়ায় অর্জুনের। তিনি কুশা কাপিলা। রটে, তাঁদের মধ্যে নাকি চলছে মন দেওয়া নেওয়ার খেলা। যদিও কুশা এ নিয়ে মন্তব্য করেছিলেন। সম্পর্কের কথা অস্বীকার করে তিনি বলেছিলেন,”প্রত্যেকদিন নিজের সম্পর্কে অদ্ভুত সব খবর শুনছি। মনে হচ্ছে এবার নিজেকেই নিজের সঙ্গে আলাপ করাতে হবে।” তিনি আরও যোগ করেন, “প্রত্যেক বার নিজের সম্পর্কে এই সব শুনি আর মনে মনে প্রার্থনা করতে থাকি, মা যেন পড়ে না ফেলে।” তবু গুঞ্জন থামেনি। তবে আজকের এই ঘটনা বদলে দিল সব কিছুই। ভালই আছেন তাঁরা। আছেন ভালবাসায়।