রাজের প্রয়াণের পর নিজেকে কার কাছে সমর্পণ করলেন মন্দিরা?

Mandira Bedi: মন্দিরার বাবা, মা রয়েছেন। কিন্তু তাঁদের সামনেও সব সময় মন খুলে নিজের কথা বলতে পারছেন না তিনি। কাঁদতে পারছেন না।

রাজের প্রয়াণের পর নিজেকে কার কাছে সমর্পণ করলেন মন্দিরা?
মন্দিরা বেদী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2021 | 1:22 PM

একেবারে ভেঙেচুরে গিয়েছেন তিনি। দীর্ঘদিনের বন্ধু তথা স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর মন্দিরা বেদীর পক্ষে নিজেকে সামলানো যথেষ্ট কঠিন ছিল। তাঁর আশ্রয়ের প্রয়োজন ছিল। এমন আশ্রয়, যা তাঁকে শান্তি দেবে। সেই আশ্রয়ের সন্ধান পেয়েছেন মন্দিরা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন মনের কথা।

মন্দিরার বাবা, মা রয়েছেন। কিন্তু তাঁদের সামনেও সব সময় মন খুলে নিজের কথা বলতে পারছেন না তিনি। কাঁদতে পারছেন না। কারণ মন্দিরা কাঁদলে তাঁরাও কষ্ট পাচ্ছেন। বীর এবং তারা দুই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব এখন মন্দিরার উপরেই। সন্তানদের সামনেও ভেঙে পড়লে চলবে না। নিজস্ব স্পেস দরকার ছিল তাঁর। একমাত্র ঈশ্বরের কাছেই সেই সমর্পণ সম্ভব।

শনিবার ইনস্টাগ্রামে মন্দিরা লিখেছেন, ‘আই অ্যাম ইন ইওর আর্মস ও লর্ড, ধন্যবাদ’। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আই সারেন্ডার টু ইউ’। ঠিক এক মাস আগে প্রয়াত হয়েছেন রাজ। গতকাল মুম্বইয়ের বাড়িতে রাজের আত্মার শান্তি কামনায় বিশেষ পুজোর আয়োজনও করেছিলেন। সঙ্গে ছিল দুই সন্তান। আসলে জীবন এতটাই আকস্মিক, রাজের মৃত্যুর পর তা যেন আরও বেশি করে অনুভব করছেন মন্দিরা। একমাত্র ঈশ্বর সব কিছুর নিয়ন্ত্রক। তাই ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ নিবেদন করে ভাল থাকার রাস্তা খুঁজছেন তিনি।

View this post on Instagram

A post shared by Mandira Bedi (@mandirabedi)

রাজের আকস্মিক প্রয়াণের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন মন্দিরা। মুম্বইতে প্রাতঃভ্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। পেশাগত জগতে বাকি থাকা কাজ ধীরে ধীরে শেষ করছেন। সদ্য একটি বিজ্ঞাপনের জন্য ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন। দুই সন্তানকে রাজের অভাব বুঝতে না দেওয়াই এখন মন্দিরার অন্যতম লক্ষ্য।

রাজের আচমকা প্রয়াণ মন্দিরাকে স্তব্ধ করে দিয়েছিল। ২৫ বছরের পরিচিতি এবং ২৩ বছরের দাম্পত্য এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। নিজের ইমোশন লুকিয়ে রাখেননি। কেঁদেছেন। কষ্ট পেয়েছেন। রাজকে মিস করেছেন। কিন্তু নতুন করে সব কিছু শুরু করার অদম্য প্রয়াস জারি রেখেছেন নিরন্তর।

আরও পড়ুন, সৌরভ চক্রবর্তীর অন্য পদক্ষেপ, নতুন করে কী শুরু করছেন?