দেড় মাস আগেও স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, হঠাৎই বিয়ে ভাঙার খবর শোনালেন মিয়া খালিফা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 25, 2021 | 9:48 PM

ইনস্টাগ্রামে এক পোস্টে মিয়া লেখেন, "আমাদের বিয়ে যাতে টিকে যায় সেই কারণে বিগত এক বছর ধরে আমরা দুজনেই অনেক চেষ্টা করেছি। কিন্তু একবছর ধরে থেরাপি ও চেষ্টার পরেও আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।"

দেড় মাস আগেও স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, হঠাৎই বিয়ে ভাঙার খবর শোনালেন মিয়া খালিফা
মিয়া খালিফা

Follow Us

মাত্র দেড় মাস আগেই প্রথম বিবাহবার্ষিকীর দিন স্বামী রবার্ট স্যান্ডবার্গকে শুভেচ্ছা জানিয়েছিলেন মিয়া খালিফা। কিন্তু সে বিয়ে টিকল না তাঁর। অবশেষে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিবাহবিচ্ছেদের খবর ঘোষণা করলেন প্রাক্তন পর্ণ তারকা মিয়া খালিফা।

ইনস্টাগ্রামে এক পোস্টে মিয়া লেখেন, “আমাদের বিয়ে যাতে টিকে যায় সেই কারণে বিগত এক বছর ধরে আমরা দুজনেই অনেক চেষ্টা করেছি। কিন্তু একবছর ধরে থেরাপি ও চেষ্টার পরেও আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি জানান, বিয়ে ভাঙলেও দুজন দুজনের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা একই থাকবে। মিয়া আরও যোগ করেন, “এই বিয়ে ভাঙার কারণ হিসেবে কেউ কাউকে দোষ দেব না। জীবনের এই পর্বকে আমরা বন্ধ করছি কোনও ক্ষোভ বা হতাশাকে সঙ্গী করে নয়। বরং এইখান থেকেই দুজন আবার নতুন করে জীবন শুরু করব। একটাই কথা বলতে চাই, বিয়ে বাঁচাতে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি।

২০১৯ সালে বাগদান হয় মিয়া-রবার্টের। ২০২০-র জুনে বিয়ে করেন তাঁরা। প্রসঙ্গত, এর আগেও একবার বিয়ে করেছিলেন মিয়া। ২০১১ সালেও ছোটবেলার প্রেমিককে বিয়ে করেছিলেন মিয়া। ২০১৪ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

আরও পড়ুন-জন্মদিনের কেক খেয়ে বিপাকে সব্যসাচী!

Next Article