Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mika Singh: হঠাৎ এমন কী হল? ১৫ কোটি আর্থিক ক্ষতির মুখে মিকা সিং

Inside Story: সেই কারণেই এবার মোটা টাকা ক্ষতির মুখ দেখতে হয় মিকা সিং-কে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, বালি, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় শো করার কথা ছিল গায়কের।

Mika Singh: হঠাৎ এমন কী হল? ১৫ কোটি আর্থিক ক্ষতির মুখে মিকা সিং
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 4:48 PM

বিপাকে গায়ক মিকা সিং। সম্প্রতি ১৫ কোটি আর্থিক ক্ষতির মুখে পড়তে হল তাঁকে। হঠাৎ কী এমন ঘটল তাঁর সঙ্গে? সূত্রের খবর মিকা সিং-এর সম্প্রতি যাওয়ার কথা ছিল বিশ্ব ট্যুরে। এক বিশ্বের কনসার্টের চুক্তি গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে আপাতত বাতিল করতে হয়। সূত্রের খবর মিকা সিং অসুস্থ হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। গলা. সংক্রমণের কারণে ব়্যাপার গান গাইতে পারবেন না। তাই উদ্যোক্তাদের জানিয়ে দিতে হয় তিনি যথা সময় কনসার্ট করে উঠতে পারবেন না। আর সেই কারণেই এবার মোটা টাকা ক্ষতির মুখ দেখতে হয় মিকা সিং-কে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, বালি, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় শো করার কথা ছিল গায়কের।

তবে মিকা সিং এই ট্যুর বরাবরের জন্য বাতিল করেননি। তিনি তা পিছিয়ে দিয়েছেন। যা শিডিউল করা হয়েছে সম্ভাব্য পরের বছর। আর এই পরিবর্তনের জন্যই প্রায় ১৫ কোটি টাকা আর্থিক ক্ষতি বহন করতে হচ্ছে গায়ককে। তবে তাঁর কথায় তিনি চাইলেই এই শো করতে পারতেন। যেমন সাম্প্রতিককালে গায়কেরা সিডি বাজিয়ে কণ্ঠ মেলান, কেবল ঠোঁট চালান, তিনি চাইলেই তেমনটা করতে পারতেন। তবে এমনটা সমর্থন করেন না মিকা। তাঁর কথায়, ‘আমি এমনটা করলে হয়তো এতদিনের নাম, সম্মান সব নষ্ট হয়ে যেত।’

মিকা সিং বছরে অন্তত পক্ষে একবার বিশ্ব জুড়ে ট্যুর কনসার্ট করে থাকেন। দেশের বুকেও তাঁর কনসার্টের সংখ্যা কম নয়। তবে শরীর খারাপ থাকার কারণে তিনি কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ। সম্প্রতি এই প্রসঙ্গে তিনি বলেন, এমন গলা নিয়ে যদি তিনি কনসার্টে উপস্থিত হতেন তবে তা অসততা হতো। যা মোটেও চান না মিকা। তিনি তাঁর শ্রোতাদের তাঁপ সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সুস্থ হয়ে, পরবর্তী শিডিউলও স্থির করে ফেলবেন বলে মিলছে খবর।