কেউ বলছেন ‘এ যে অবিশ্বাস্য’। আবার কেউ বা বলছেন, “মনুষ্যত্ব এখনও বেঁচে”। ব্যস্ত নগরী সাক্ষী থাকলে এমন এক ঘটনার যা দেখে আপ্লুত গায়ক মিকা সিং।
মধ্যরাতে এক বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন মিকা। সঙ্গে ছিলেন রিউমারড গার্লফ্রেন্ড আকাঙ্ক্ষা পুরি। এক দিকে ঝমঝমিয়ে বৃষ্টি, অন্যদিকে রাতও বাড়ছিল অনেকটাই। এমনই একটা সময়ে মুম্বইয়ের রাস্তায় খারাপ হয়ে যায় মিকার গাড়ি। কী করবেন বুঝতে না পেরে মিকা যখন আতান্তরে গায়ককে সাহায্য করে এগিয়ে আসেন প্রায় ৪০-৫০ জন স্থানীয়। তাঁরাই মিকার গাড়ি সারিয়ে তাঁকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। গোটা ঘটনার ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল।
এমনই এক ভাইরাল ভিডিয়োতে থেকে জানা যাচ্ছে, যে মুহূর্তে ঘটনাটি ঘটেছে ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত তিনটে। ভিডিয়োটি যিনি করছেন তাঁকে বলতে শোনা গিয়েছে, “কমপক্ষে ২০০ জন মানুষ রয়েছেন। রাত্রি তিনটে বাজছে। আমরা সবাই মিকা পাজিকে সাহায্যের জন্য এগিয়ে এসেছি।” যা দেখে আপ্লুত মিকাও। মুম্বইযে ভালবাসতে জানে, তার হাতেনাতে প্রমাণ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন গায়ক। মিকার সঙ্গে ছিলেন আকাঙ্ক্ষাও। হাতজোড় করে ওই সব মানুষদের ধন্যবাদ জানিয়েছেন তিনিও।
মিকা এবং আকাঙ্ক্ষাকে নিয়ে বলিপাড়ায় গুজব বেশ পুরনো। যদিও দুই জনের কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। আকাঙ্ক্ষা একবার জানিয়েছিলেন মিকাকে তিনি ১২ বছর ধরে চেনেন। সেই সুবাদেই ঘনিষ্ঠ বন্ধু তাঁরা। যদিও তাঁর দাবি বন্ধুত্বের বাইরে আর কোনও বিশেষ সম্পর্ক নেই তাঁদের মধ্যে।
আরও পড়ুন- Somy Ali: বলিউড ছাড়ার পর কীভাবে রোজগার হত? মুখ খুললেন সলমনের এই প্রাক্তন