Jacqueline Fernandez: সুকেশকে নিয়ে জ্যাকলিনকে খোঁচা মিকার! পোস্ট ডিলিটের আগেই ভাইরাল
Jacqueline Fernandez: সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতিতে নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের। সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী, এ খবর কারও অজানা নয়। কিন্তু দুর্নীতিতে সুকেশ গ্রেফতার হওয়ার পরেই তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন জ্যাকলিন।
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতিতে নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের। সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী, এ খবর কারও অজানা নয়। কিন্তু দুর্নীতিতে সুকেশ গ্রেফতার হওয়ার পরেই তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন জ্যাকলিন। যদিও আজও জেল থেকেই জ্যাকলিনকে বিশেষ দিনগুলিতে ‘সোনা’, ‘সুইটহার্ট’ সম্বোধন করে চিঠি লেখেন সুকেশ। এবার সে কারণেই কি প্রকাশ্যে জ্যাকলিনকে খোঁচা দিলেন গায়ক মিকা সিং। সমালোচনার মুখে পড়ে সে টুইট (x) মুছে দিলেও তা ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। কী লিখেছিলেন মিকা?
একটি টুইট করেছিলেন জ্যাকলিন। টুইটে বেলজিয়ামের মার্শাল আর্টিস্ট জিন ক্লডের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবির রি-টুইট করে মিকা লেখেন, “তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে জ্যাকলিন। আর ওই ব্যক্তি (জিন) সুকেশের থেকে অনেক ভাল।” মিকার ওই টুইটের পরেই জ্যাকলিন ভক্তরা চড়াও হন গায়কের উপর। তাঁদের একাংশের অভিযোগ, নায়িকাকে অপমান করেছেন মিকা। এর পরেই সেই টুইট মুছে দেন মিকা। কিন্তু সামাজিক মাধ্যমে এক বার কিছু পোস্ট হয়ে গেলে তা থেকে মুক্তি কোথায়? তাই মিকার ওই টুইটও ভাইরাল হয়ে খুব কম সময়ের মধ্যেই। এর পরেই মিকার পক্ষে ও বিপক্ষে ওঠে নানা মন্তব্য। অনেকেই বলেন, “মিকা যা বলেছেন তা একেবারেই সঠিক”। ওদিকে অনেকেই মিকার নিন্দেও করেন। যদিও জ্যাকলিন গোটা ব্যাপারে এখনও পর্যন্ত নীরবই রয়েছেন। ওই টুইটের পর আগামী দিনে তাঁর ও মিকার সম্পর্ক কেমন থাকে এখন সেটাই দেখার।