প্রয়াত মিউজিক কম্পোজার লক্ষ্ণণ, শোক জ্ঞাপন করলেন লতা মঙ্গেশকর

‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মতো বক্স অফিস হিট ছবির মিউজিকের দায়িত্বে ছিলেন এই রাম-লক্ষ্ণণ জুটি। লক্ষ্মণের আসল নাম বিজয় পাটিল।

প্রয়াত মিউজিক কম্পোজার লক্ষ্ণণ, শোক জ্ঞাপন করলেন লতা মঙ্গেশকর
মিউজিক কম্পোজার লক্ষ্ণণ।
Follow Us:
| Updated on: May 22, 2021 | 2:01 PM

প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত মিউজিক কম্পোজার লক্ষ্ণণ। রাম-লক্ষ্মণ জুটি হিসেবে পরিচিত ছিলেন দুই শিল্পী। সেই জুটির লক্ষ্মণ প্রয়াত। বহু জনপ্রিয় গান ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছিলেন এই জুটি। শুক্রবার রাতে নাগপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লক্ষ্ণণ। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মতো বক্স অফিস হিট ছবির মিউজিকের দায়িত্বে ছিলেন এই রাম-লক্ষ্ণণ জুটি। লক্ষ্মণের আসল নাম বিজয় পাটিল।

সূত্রের খবর, করোনা ভাইরাসের টিকার দুটি ডোজই নিয়েছিলেন বর্ষীয়ান মিউজিশিয়ান লক্ষ্ণ। দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকেই নাকি শারীরিক দুর্বলতা শুরু হয়। গত কয়েকদিন ধরে শরীর ভাল ছিল না। গতকাল রাত একটা নাগাদ প্রয়াত হন তিনি।

শুক্রবার সকালে লক্ষ্ণণের প্রয়াণে টুইটের মাধ্যমে শোক প্রকাশ করেছেন কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তিনি লেখেন, ‘খবর পেলাম গুণী এবং দর্শকের প্রিয় সঙ্গীতকার লক্ষ্মণ জি-র (বিজয় পাটিল) জীবনাবসান হয়েছে। খুব খারাপ লাগছে। ভাল মানুষ ছিলেন। ওঁর বেশ কিছু গান গেয়েছিলাম, যা মানুষের ভাল লেগেছিল। ওঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি রইল।

রাম-লক্ষ্মণ জুটির রাম অর্থাৎ সুরেন্দ্র প্রয়াত হন ১৯৭৬ সালে। তারপর থেকে এই জুটির জনপ্রিয়তা একাই ধরে রেখেছিলেন লক্ষ্ণণ। মরাঠি ইন্ডাস্ট্রির জন্যও বহু জনপ্রিয় গান কম্পোজ করেছিলেন তাঁরা। সেরা মিউজিক ডিরেক্টর হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন লক্ষ্ণণ। তাঁর প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন মিউজিক ইন্ডাস্ট্রির বহু সদস্য।

আরও পড়ুন, বন্ধুরা না থাকলে আমরা করোনা থেকে হয়তো সুস্থ হতে পারতাম না: শ্রীমা ভট্টাচার্য