নমসী চক্রবর্তী। পরিচয় মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে তিনি। বলিপাড়ায় পা রাখতে চলেছেন তিনি, এ খবর পুরনো। নতুন খবর ছেলের ছবিতে অভিনয় করবেন বাবাও। তবে কেমিও চরিত্রে। ছবির নাম ব্যাড বয়। ওই ছবিতেই হিমেশ রেশমিয়ার এক আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে মিঠুনকে। ডেবিউ ছবিতেই বাবার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ। উচ্ছ্বসিত নমসী।
তাঁর কথায়, “আমার আইডলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা আমার কাছে ভাগ্যের বিষয়। ৩৬০ টি ছবির অভিজ্ঞতা রয়েছে যে মানুষটির, তিনটি জাতীয় পুরস্কার পেয়েছেন যিনি, আমার মতো নিউকামারের সঙ্গে তিনি কাজ করছেন, এর থেকে সৌভাগ্যের ব্যাপার আমার কাছে আর কী বা হতে পারে? ইমোশনাল হয়ে পড়ছি আমি। সারাজীবন কৃতজ্ঞ থাকব।” ওই ছবিতে নমসীর বিপরীতে অভিনয় করছেন প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে আমরিন কুরেশি। মিঠুন ‘দা’র সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত তিনিও। বলেন, “লেজেন্ডের সঙ্গে কাজ করে আমি খুশী। সারাজীবন মিঠুন আঙ্কলের নাচ পছন্দ করেছি। প্রথম ছবিতে এ রকম সুযোগ কয় জনেরই বা মেলে?”
ছবিটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী। তিনি জানান, কোভিডের কারণেই ছবি মুক্তিতে দেরী হচ্ছে। সব ঠিক ঠাক হলে যত দ্রুত সম্ভব ছবি মুক্তির ব্যবস্থা করবেন তাঁরা। মিঠুন চক্রবর্তীর নাচ যে ছবিতে হতে চলেছে তুরুপের তাস, সে বিষয়ে নিশ্চিত রাজকুমার।
আরও পড়ুন-আট বছর পূর্ণ করল শুভশ্রীর প্রথম সন্তান, দেখুন ভিডিয়ো