Neymar: ‘থ্রিসাম করতে চায় নেইমার’, ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে এ কী অভিযোগ!
Neymar: ফুটবলের মাঠেও সময়টা বিশেষ ভাল যাচ্ছে না নেইমারের। চোটের কারণে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা।
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নেইমারের। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সমালোচনার মুখে পড়তে হয়েছে। ক্লাব ফুটবলেও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এ বার হঠাৎ করেই পুরনো এক খবরের জেরে তিনি চর্চায়। প্রাক্তন ভলিবল খেলোয়াড় কি অ্যালভেস যিনি বর্তমানে এক অ্যাডাল্ট ডেটিং সাইটের সঙ্গে যুক্ত বিস্ফোরক অভিযোগ এনেছেন নেইমারের নামে। ওই মডেলের অভিযোগ তাঁর যমজ বোন ও তাঁর সঙ্গে একই সঙ্গে যৌন সম্পর্ক (থ্রিসাম) করতে চেয়েছিলেন নেইমার। এই নিয়ে তোলপাড় নেইমারের ভক্তমহলে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি নেইমার।
ফুটবলের মাঠেও সময়টা বিশেষ ভাল যাচ্ছে না নেইমারের। চোটের কারণে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা। গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিগামেন্টে চোট পেয়েছিলেন নেইমার। এরপর থেকে মাঠের বাইরেই ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরে আসার প্রবল চেষ্টা চালাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁর স্থান হয়েছে মাঠের বাইরে। ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে লিলের বিরুদ্ধে লিগামেন্টে চোট পান নেইমার। চোটের পরই তাঁকে তুলে নেন পিএসজির কোচ। লিগ ওয়ানে নান্তেসের বিরুদ্ধেও খেলতে পারেননি নেইমার। জাতীয় দলের ফ্রেন্ডলি ম্যাচ থেকেও ছিটকে যান। মরক্কোর বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। লিগামেন্টের চোটে সেই ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তারই মাঝে পিএসজি ভক্তদের জন্য খারাপ খবর। বায়ার্নের বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচে নেই তিনি। অন্যদিকে তাঁর সাবেক প্রেমিকা নাতালিয়া বারুলিচ সম্প্রতি ভারতে আসা যাওয়া বাড়িয়ে দিয়েছেন। কত্থক শিখছেন চুটিয়ে। শিখছেন হিন্দি ভাষাও। শোনা যাচ্ছে, বলিউডে ভাগ্য পরীক্ষা করার ইচ্ছে তাঁর। তবে কী হবে ভবিষ্যতে তা তো বলবে সময়।