নোরা ফতেহি, আন্তর্জাতিক ক্রাশের তকমা পাওয়া এই নৃত্যশিল্পীর ইনস্টা অ্যাকাউন্ট আচমকাই উধাও। নেই কোনও পোস্ট। নেই কোটি ফলোয়ারের চিহ্ন মাত্র। ইনস্টাগ্রাম কি মুছে দিলেন নোরা? ফ্যানেদের মনে ক্রমশই জাগছিল প্রশ্ন। শোনা যাচ্ছিল নোরা নাকি ইনস্টা অ্যাকাইন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন, কিন্তু কেন? রাত বাড়তেই প্রকাশ্যে এল সত্যি।
না, নোরা তাঁর প্রোফাইল মুছে ফেলেননি। সূত্র বলছে, আচমকাই হ্যাকড হয়ে যায় অভিনেত্রী ইনস্টা অ্যাকাউন্ট। আর সেই কারণেই, দেখা যাচ্ছিল না কোনও ছবি, পোস্ট। তবে যুদ্ধকালীন তৎপরতায় অভিযোগ পাওয়ার পরেই এগিয়ে এসেছিল ওই সংস্থা। নোরা আবারও ফিরে পেয়েছেন তাঁর অ্যাকাউন্ট। অক্ষত আছে সব ছবি, পোস্ট। জ্বলজ্বল করছেন তাঁর ৩৭.৬ মিলিয়র অনুরাগীর সংখ্যাও।
গত বছরের শেষে করোনায় আক্রান্ত হয়েছিলেন নোরা। করোনায় কাবু হয়ে পড়েছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের মাধ্যমেই ভক্তদের নিজের শারীরিক অসুস্থতার কথা শেয়ার করে নোরা লিখেছিলেন, “আমি ভাল নেই। এই মুহূর্তে কোভিডের সঙ্গে যুদ্ধ করছি। করোনা আমায় কাবু করে দিয়েছে। ডাক্তাররা দেখছেন, বিছানা ছেড়ে ওঠাই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে।” যদিও সেই খারাপ সময় কাটিয়ে আবারও স্বমহিমায় ফিরেছেন নোরা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর নতুন মিউজিক ভিডিয়ো। গুরু রানধাওয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। গুরুকে নিয়ে প্রেমের গুঞ্জনও রটেছিল। তবে জানা যায়, মিউজিক ভিডিয়োর প্রমোশনে তা নেহাতই পাবলিসিটি স্টান্ট। অভিনেত্রীর মতে, এই মুহূর্তে তিনি ঘোর সিঙ্গল…