Aamir Khan Accusations: ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে লিভ-ইন, গর্ভের সন্তানকে নষ্ট করতে চেয়েছিলেন আমির খান

Aamir Khan Illegitimate Relationships: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল এক ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনেসের। ২০০৫ সালে সংবাদের শিরোনামে উঠে আসা আমিরের জীবনের এই প্রেমের ঘটনা সকলের নজর কেড়েছিল। জেসিকার সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। তাঁরা লিভ-ইনে থাকতেন। একদিন জেসিকা এসে আমিরকে জানিয়েছিলেন, তিনি অন্তঃসত্ত্বা। তারপরই বেরিয়ে পড়েছিল আমিরের হিংস্র রূপ।

Aamir Khan Accusations: ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে লিভ-ইন, গর্ভের সন্তানকে নষ্ট করতে চেয়েছিলেন আমির খান
আমির খান এবং তাঁর ব্রিটিশ প্রেমিকা জেসিকা হাইনেস।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 12:24 PM

বিখ্যাত হলে বিতর্ক থাকবেই। খুব কম তারকা আছেন, যাঁদের নিয়ে বিতর্ক নেই। তাঁরা ব্যতিক্রমী মানুষ। কিন্তু অভিকাংশ তারকাকে নিয়েই রসালো গল্প থাকে। যেমন রয়েছে আমির খানের। প্রেমিকার গর্ভপাত করানোর অভিযোগও আছে তাঁর নামে।

দুই দশক আগের ঘটনা। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল এক ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনেসের। ২০০৫ সালে সংবাদের শিরোনামে উঠে আসা আমিরের জীবনের এই প্রেমের ঘটনা সকলের নজর কেড়েছিল। জেসিকার সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। তাঁরা লিভ-ইনে থাকতেন। বহুদিন ধরে একসঙ্গে বসবাস করেছিলেন। তারপর একদিন অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন জেসিকা। হ্যাঁ–সেই সন্তানের, তথা ‘লাভ চাইল্ড’ জানের বাবা আমিরই। সেসময় আমিরের চরিত্রের এক বিচিত্র দিকও উঠে আসে আলোচনার বিষয়বস্তু হিসেবে। প্রেমিকা জেসিকা অন্তঃসত্ত্বা। এই খবর জানতে পেরে প্রথমের সেই সন্তানকে অস্বীকার করেছিলেন আমির। জেসিকাকে হুকুম করেছিলেন, গর্ভপাত করিয়ে নিতে। হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁকে। বলেছিলেন, “সন্তানের জন্ম দেবে না আমার সঙ্গে থাকবে, বেছে নাও। আমাকে পেতে গেলে এই সন্তানকে তোমায় নষ্ট করে দিতেই হবে…”।

পুত্র জানকে কোলে নিয়ে জেসিকা (বাঁ দিকে), আমির খান।

দাপুটে ব্রিটিশ সাংবাদিক কিন্তু সেদিন বেছে নিয়েছিলেন তাঁর সন্তানকেই। আমিরের হুঁশিয়ারির সামনে মাথা নত করেননি তিনি। কোনওভাবেই আমিরের হুকুম শুনতে রাজি ছিলেন না তিনি। সন্তানকে জন্ম দিতে চেয়েছিলেন। এবং অবিলম্বে আমিরকে ছেড়েও দিয়েছিলেন। ২০০৩ সালে জন্ম হয় আমির এবং তাঁর সন্তান জানের।

এই খবরটি প্রকাশ্যে আসার পর লেখিকা সোনালি জ়াফারকে তাঁর এবং আমিরের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছিলেন জেসিকা। পরবর্তীতে একটি বিবৃতিও প্রকাশ করেছিলেন এই ব্রিটিশ সাংবাদিক। তাতে তিনি বলেছিলেন, “আমির যদি ডিএনএ টেস্ট করাতে চাইতেন, তা হলে তিনি করাতেই পারতেন।” অন্যদিকে এতগুলো বছরে এ ব্যাপারে একটিও কথা বলেননি আমির খান। তিনি বরাবরই মুখে কুলুপ এঁটে ছিলেন।

আমিরের সঙ্গে তাঁর সম্পর্ককে অতীত করে দিয়ে ২০০৭ সালে বিয়ে করেছিলেন জেসিকা। লন্ডনের এক ব্যবসায়ীকে তিনি পেয়েছিলেন জীবনসঙ্গী হিসেবে। আমির এবং জেসিকার ‘লাভ চাইল্ড’ জানের দায়িত্ব পালন করছেন জেসিকার বর্তমান স্বামী উইলিয়াম ট্যালবট। জেসিকা একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি যখন ভারতে এসে অমিতাভ বচ্চনের বইয়ের উপর কাজ করছিলাম, উইলিয়ামই জানের দেখভাল করেছিলেন। তিনি আমার পুত্রের সম্পর্ক খেয়াল রাখেন। জান এক সুন্দর বাচ্চা। ওঁর বাবাও আছে এখন। তিনি উইলিয়াম। অন্য কারও কথা কেন জানতে চাইবে আমার ছেলে…”

আমির খানের ব্যক্তিজীবন বেশ রঙিন। প্রথমে রিনা দত্তর সঙ্গে ১৫ বছরের দাম্পত্য। তারপর কিরণ রাওয়ের সঙ্গে সংসার। বর্তমানে তিনি সম্পর্কে আছেন ফাতিমা সানা শেখের সঙ্গে। যে ফাতিমার সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আমির। আমিরের মেয়ে ইরার বিয়ে। ছেলে জুনায়েদ অভিনয়ে অভিষেক করবেন। দ্বিতীয় পক্ষের ছেলে আজ়াদ এখন অনেকটাই ছোট।