Rajkumar-Patralekhaa: রাজকুমার-পত্রলেখার বিয়েতে শালির অদ্ভুত খেয়াল, রয়েছে রাখি সাওয়ান্ত যোগও

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 12, 2021 | 9:49 PM

একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পত্রলেখার বোন পর্ণলেখা।

Rajkumar-Patralekhaa: রাজকুমার-পত্রলেখার বিয়েতে শালির অদ্ভুত খেয়াল, রয়েছে রাখি সাওয়ান্ত যোগও
রাজকুমার রাও, পর্ণলেখা ও পত্রলেখা

Follow Us

বিয়েতে ভাই-বোন ও বন্ধুদেরই মজা হয় সবচেয়ে বেশি। বিয়ে করতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও। তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী পত্রলেখাকে বিয়ে করছেন তিনি। রবিবারই (১৪ নভেম্বর ২০২১) নাকি তাঁদের বিয়ে। কিন্তু বিয়ে নিয়ে একটি বাক্যও কোথাও খরচ করেননি এই তারকা কাপল। গোটা বিষয়টিকেই গোপন রাখতে চেয়েছেন তাঁরা। যদিও বিয়ে বাড়ির আনন্দের আঁচ অনেকেই করতে পারছেন বাড়িতে বসে। নানা ধরনের মজার-মজার ভিডিয়ো পোস্ট হচ্ছে বিয়ের আসর থেকে। যেমন ধরুন এই ভিডিয়োটি। শুক্রবারই শেয়ার হয়েছে এই ভিডিয়ো। ভিডিয়োর সঙ্গে রয়েছে রাখি সাওয়ান্ত যোগও।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পত্রলেখার বোন পর্ণলেখা। ভিডিয়োটি রাখি সাওয়ান্তের। গোরিলার কস্টিউম পরে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ নাচতে দেখা যায় রাখিকে। সঙ্গে আবার রয়েছে হলুদ দোপাট্টাও। ভিডিয়ো শেয়ার করে পর্ণলেখা লিখেছেন, “পত্রলেখা ও রাজকুমারের বিয়ে থেকে আমার ইন্টিমেট ফুটেজ।” হ্যাশট্যাগে রাজকুমার ও পত্রলেখার ছোট নামও দিয়েছেন পর্ণলেখা। বলেছেন, ‘প্যাটরাজ’। এই নামেই এখন তাঁদের ডাকছেন সকলে।

দীপিকা কিংবা অনুষ্কার মতো বিদেশের মাটিতে বিয়ে করছেন না রাজকুমার-পত্রলেখা। তাঁরা ডেস্টিনেশন বিয়ে করছেন চণ্ডীগড়ে। পত্রলেখার বাড়ি শিলংয়ে। বেশ কয়েক বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর শেষমেশ রাজকুমার-পত্রলেখা ঠিক করেছেন বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। রাজকুমারকে অনস্ক্রিনেই প্রথম দেখেন পত্রলেখা। ‘এলএসডি’ ছবিতে। নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার। পত্রলেখা ভেবেছিলেন, ব্যক্তিগত জীবনেও হয়তো সেরকমই একজন মানুষ রাজকুমার। কিন্তু তেমনটা যে একেবারেই নয়, পরে বুঝতে পেরেছিলেন পত্রলেখা।

আর রাজকুমার তাঁকে প্রথম কোথায় দেখেছিলেন? পত্রলেখা জানান, এক বিজ্ঞাপনে তাঁকে প্রথম দেখেন রাজকুমার। রাজকুমার নাকি প্রথমবার দেখেই পত্রলেখাকে বিয়ে করতে চেয়েছিলেন, এমনটাই জানিয়েছেন পত্রলেখা।

একদিকে পত্রলেখা-রাজকুমার, অন্যদিকে ভিকি কৌশল ও ক্যাটরিনা– শোনা যাচ্ছে এবছরের শেষে, অর্থাৎ ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন তাঁরাও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আরও পড়ুন: RajKumar-Patralekha: শিশু দিবসে বিয়ে করছেন রাজকুমার-পত্রলেখা, বিয়েবাড়িতে চলছে তুুমুল মজা

Next Article