কিছুদিন আগেই পাভেলের ‘মন খারাপ’-এ সঙ্গী হয়েছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সে ‘মন খারাপ’ এখনও চলছে। অর্থাৎ ছবির শুটিং এখনও শেষ হয়নি। এর মধ্যেই জাতীয় স্তরে একটি মিউজিক ভিডিয়োর কাজ শেষ করলেন অভিনেত্রী। বিদুলা ভট্টাচার্যের পরিচালনায় সেই মিউজিক ভিডিয়ো চলতি মাসেই মুক্তি পেতে পারে বলে জানালেন অভিনেত্রী।
এ বিষয়ে TV9 বাংলাকে প্রিয়াঙ্কা বলেন, “বিদুলাদির সঙ্গে যে মিউজিক ভিডিয়োটা শুট করলাম, সেটা ন্যাশনাল। হিন্দি গান। বিদাইয়ের উপর। বিয়ের পর মেয়েটি শ্বশুরবাড়ি যাচ্ছে, এই থিমে কাজ হয়েছে। এই মাসেই রিলিজ।”
অনস্ক্রিন কনের সাজে প্রিয়াঙ্কা দেখবেন দর্শক। আর অফস্ক্রিন? রিয়েল লাইফে বিয়ে নিয়ে কী পরিকল্পনা রয়েছে প্রিয়াঙ্কার? হাসতে হাসতে বললেন, “কোনও প্ল্যানিং নেই। বাবা, মা চায় না বিদাই করতে। এখন তো কেরিয়ারে ফোকাস করছি। কাজ যে ভাবে এগোচ্ছে, আমি খুশি। নতুন কাজ করতে চাই। মুম্বইতে কাজের কথা চলছে। আমি গার্লফ্রেন্ড হিসেবে ভাল না। অনেকদিন আগে প্রেম ছিল একটা। সেটা ওয়ার্ক করেনি। এমনিতেই আমি ডিসিপ্লিনড। অন্য কেউ এক্সট্রা জ্ঞান দিলে সেটা নিতে পারি না। বিয়ে করার এমনিতে কোনও প্ল্যান নেই। যদি প্ল্যান চেঞ্জও হয়, পাঁচ, সাত বছর পরে। এখন আমি হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গল। আর এই জীবনটা এনজয় করছি।”
চলতি বছরেই প্রায় পাঁচটি মিউজিক ভিডিয়োর কাজ করে ফেলেছেন প্রিয়াঙ্কা। রূপেন মল্লিকের পরিচালনায় সৌভিকের গাওয়া গানে ইউটিউবার কৌস্তভের সঙ্গে আরও একটি মিউজিক ভিডিয়োর শুটিং আর কিছুদিনের মধ্যেই শুরু করবেন বলে জানালেন তিনি। এ বারের বিষয় লভ স্টোরি।
পাভেলের ‘মন খারাপ’ প্রসঙ্গে TV9 বাংলাকে প্রিয়াঙ্কা আগেই বলেছিলেন, “এতটা গুরুত্বপূর্ণ চরিত্র আগে কখনও করিনি। পাভেলদা দারুণ সুযোগ দিয়েছে আমাকে, বিশ্বাস করে। তুমি পারবে এটা করতে, এটা বলেছিল। সবার জীবনেই দুঃখ রয়েছে। সেলিব্রেশন অব ডিপ্রেশন। ডিপ্রেশনও কী ভাবে ওভারকাম করে সেলিব্রেট করা যায়, কী ভাবে সেটা আমরা করব। সকলের জীবনের মন খারাপ একসঙ্গে কী ভাবে ওভারকাম করব, সেটা নিয়ে গল্প। ছবিটা দেখে দর্শক কাঁদবে, হাসবে, আনন্দও পাবে।”
‘আমাদের বাড়ি’ ধারাবাহিকেই প্রথম অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। এরপর একে একে ‘বেহুলা’, ‘বিসর্জন’, ‘মা’, ‘সতী’, ‘তুমি আসবে বলে’, ‘অগ্নিজল’, ‘সীমারেখা’র মতো ধারাবাহিকে অভিনয়। ধারাবাহিক ছাড়াও ‘হোলি ফাক’ বা ‘ব্যোমকেশ’-এর মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন। আপাতত নতুন জার্নির জন্য তৈরি অভিনেত্রী।
আরও পড়ুন, Diwali 2021: শুধু অভিনয় নয়, ত্বরিতার এই গুণের কথা জানতেন?