Priyanka Controversy: নায়িকাদের ‘নিতম্ব’ আর ‘বক্ষদেশ’ই ভারতীয় ছবির সব? প্রিয়াঙ্কার বক্তব্যে তোলপাড় বলিউড

Viral Video: রেড কার্পেট আলোকিত করে তাঁর উপস্থিতি নজরে আসে। তবে মাঝে মধ্যেই প্রিয়াঙ্কা চোপড়ার এই রেড কার্পেট লুক, কখনও আবার এক কার্পেট মন্তব্য তাঁকে বিতর্কের কেন্দ্রে টেনে নিয়ে আসে।

Priyanka Controversy: নায়িকাদের 'নিতম্ব' আর 'বক্ষদেশ'ই ভারতীয় ছবির সব? প্রিয়াঙ্কার বক্তব্যে তোলপাড় বলিউড
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 5:11 PM

প্রিয়াঙ্কা চোপড়া, বরাবরই সোজা প্রশ্নের সোজা উত্তর দিতে পছন্দ করেন তিনি। যার জেরে একাধিকবার কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে। কখনও কখনও বেফাঁস মন্তব্যের জেরে বিচার হয় তাঁর। ট্রোলের তালিকায় নামও লিখিয়ে ফেলেন তিনি রাতারাতি। ২০১৬ সালে এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেত্রী। নিক জোনাসের সঙ্গে সম্পর্কে আসার পর থেকেই বিদেশের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে বিভিন্ন শো থেকেও ডাক পান তিনি। মাঝে মধ্যেই রেড কার্পেট আলোকিত করে তাঁর উপস্থিতি নজরে আসে। তবে মাঝে মধ্যেই প্রিয়াঙ্কা চোপড়ার এই রেড কার্পেট লুক, কখনও আবার এক কার্পেট মন্তব্য তাঁকে বিতর্কের কেন্দ্রে টেনে নিয়ে আসে।

সেবারও ঘটেছিল সেই একই কাণ্ড। প্রিয়াঙ্কা চোপড়াকে দেখামাত্রই সঞ্চালক তাঁকে অনুরোধ করেন, ভারতীয় ছবির কোনও একটি নিত্য দৃশ্য দেখাতে। প্রিয়াঙ্কা হাসিমুখে জানান, ভারতীয় ছবি মানে নিতম্ব ও বক্ষযুগল। এরপরই তিনি তেমনই নাচের একটি স্টেপ করে দেখান। এই ভিডিয়োর সামনে আসার পর তাঁকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বিভিন্ন মহলে। ভারতীয় ছবিকে অপমান অবমাননা এমনই নানা দোষের জেরে কোণ ঠাসাও হতে হয়েছিল তাঁকে। যদিও প্রিয়াঙ্কাকে এই মর্মে কোনও সাফাই দিতে দেখা যায়নি। তবে আজ প্রিয়াঙ্কার সেই ভিডিও ক্লিপিং মাঝেমধ্যেই ফিরে আসে নেট দুনিয়ার পাতায়।

এই নিয়ে চর্চাও হয়, বিদেশের মাটিতে বলিউড বা ভারতীয় ছবিকে এভাবে ছোট করার পেছনে কোনও যুক্তি খুঁজে পান না তিনি। সব মিলিয়ে ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ভিডিয়ো ঘিরে আজও চর্চার কেন্দ্রে জায়গা করতে দেখা যায় তাঁকে। সূত্রের খবর এমনই কিছু মন্তব্যের জন্যই বলিউড থেকে সরে যেতে হয়েছে তাঁকে। যদিও সম্প্রতি বলিউড ছবি ছেড়েছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়া। সরে গিয়েছেন তিনি জি লে জ়রা ছবি থেকে।

In an Old video,from Emmy awards in 2016 Priyanka Chopra was asked by a reporter to show some indian movies dance moves. PeeCee than said Indian movies is are all about “ Hips and Boobs”. by u/Left_Bee5657 in BollyBlindsNGossip