Priyanka Chopra: বিদেশি রাঁধুনীর সঙ্গে পুজো প্রিয়াঙ্কার, পুরনো ভিডিয়ো পোস্ট ভাইরাল
নিক-প্রিয়াঙ্কার বাবুর্চির নাম স্যামি উদেল। লস অ্যাঞ্জেলেসের বাড়িতে এই দিওয়ালিতেই আরতী করতে দেখা যায় তাঁকে। নিক পিছনে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। আরতী দেখে প্রশংসায় পঞ্চমুখ হন অনুরাগীরা।

সেই মহালক্ষ্মী পুজোর ভিডিয়ো। সেই যে বার হলুদ ঢাকাই শাড়ি পরে স্বামী নিক জোনাসের সঙ্গে পুজো করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই পুজোরই একটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ভিডিয়োতে প্রিয়াঙ্কার সঙ্গে নিক জোনাস থাকলেও তিনি দূরে দাঁড়িয়ে আছেন। আরতীর থালা হাতে পুজোতে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা-নিকের বাড়ির বিদেশি মহিলা বাবুর্চি (রাঁধুনী)। প্রিয়াঙ্কার সঙ্গে থালা ধরে তাঁকেও আরতী করতে দেখা যায় ভিজিয়োতে। পোস্ট করেছে প্রিয়াঙ্কার ফ্যানক্লাব।
নিক-প্রিয়াঙ্কার বাবুর্চির নাম স্যামি উদেল। লস অ্যাঞ্জেলেসের বাড়িতে এই দিওয়ালিতেই আরতী করতে দেখা যায় তাঁকে। নিক পিছনে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। আরতী দেখে প্রশংসায় পঞ্চমুখ হন অনুরাগীরা।
একজন লিখেছেন, “প্রিয়াঙ্কা ও নিকের জন্য অনেক ভালবাসা জানাই। তাঁরা বন্ধু ও কর্মচারীদের চিরকাল পরিবারের মতোই দেখেছেন। ঈশ্বর তাঁদের মতো সুন্দর মনের মানুষদের মঙ্গল করুন। ভালবাসা দিক, আনন্দ দিক।” একজন লিখেছেন, “পরিবার ও বাড়ির মঙ্গল হোক।” অন্যজন লিখেছেন, “এটা বিশুদ্ধতা।”
View this post on Instagram
গত নভেম্বরে দিওয়ালির সময় বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বাংলার ঢাকাই শাড়ি পরেছিলেন তিনি। নিকের সঙ্গে আরতী করেছিলেন প্রিয়াঙ্কা। নিকের পরনে ছিল সাদা পাঞ্জাবী-পাজামা।
View this post on Instagram
ছবি পোস্ট করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছিলেন, “মহালক্ষ্মীর পুজো করছি। মাকে আমাদের গৃহে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ দিওয়ালি।”
সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত হলিউড ছবি ‘দ্যা ম্যাট্রিক্স রেজ়ারেকশনস’। সেই ছবির মুক্তির সময় প্রিয়াঙ্কাকে নিক জোনাসের স্ত্রী বলে সম্বোধন করায় তিনি প্রতিবাদ করেছিলেন। ছবি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের নামের সঙ্গে জুড়ে থাকা নিকের পদবী সরিয়েছিলেন প্রিয়াঙ্কা। এর জন্য অনেকেই ধরে নিয়েছিলেন তাঁর ও নিকের বিয়ে ভাঙছে। কিন্তু সেরকম কিছুই নয়। কয়েক ঘণ্টার মধ্যে নিককে একটি টক শোতে রোস্টও করেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুুন: Subhashree Gangopadhyay: নিভৃতবাসে শুভশ্রী, নিজেকে কীভাবে ভাল রাখছেন অভিনেত্রী দেখুন সেই ঝলক





