প্রায় ২০ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণী ছবিতে ডেবিউ করে বলিউডের প্রথম সারির হিরোইন হিসেবে নিজেকে প্রমাণ করে হলিউডেও নিজের প্রভাব বিস্তার করে চলেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও তাঁর পরিচয় তিনি ‘নিক জোনাসের স্ত্রী’। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এ হেন আচরণে ক্ষুব্ধ পিগি চপস।
ম্যাট্রিক্স ফ্র্যাঞ্চাইজির একটি ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সেই ছবি সম্পর্কেই এক প্রতিবেদন বের হয় এক সংবাদমাধ্যমে। গোটা সংবাদ জুড়ে সেখানে প্রিয়াঙ্কার নাম নেই। বরং তাঁর সম্পর্কে লেখা, “নিক জোনাসের স্ত্রী বলেছেন তিনি…”। আর তাতেই অসন্তুষ্ট প্রিয়াঙ্কা স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “অবাক লাগছে, সর্বকালের অন্যতম আইকনিক ছবির অংশ হওয়ার পরেও আমার সম্পর্কে লেখা হচ্ছে ‘ওয়াইফ অব নিক জোনাস…”। এখানেই থামেননি তিনি।
প্রিয়াঙ্কা আরও লেখেন, “বলবেন কেন শুধু মেয়েরাই এই ঘটনার সম্মুখীন হয় প্রতি মুহূর্তে? আমি কি আমার আইএমডিবি লিঙ্ক আমার বায়োতে দিয়ে রাখব আমি কে তা বোঝাবার জন্য?” এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে বছর কয়েক আগের এক ঘটনার কথা। যেই ঘটনার সাক্ষী ছিলেন খোদ প্রিয়াঙ্কাই। উইন্ডি উইলিয়ামসের চ্যাট শো’তে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানে মেগান মর্কেলে পরিচিতি দেওয়ার সময় বলা হয়, ‘প্রিন্স হ্যারির প্রেমিকা’। ঘটনায় প্রতিবাদ করেছিলেন প্রিয়াঙ্কা। শো চলাকালীন বলেছিলেন, ‘একই সঙ্গে মেগান একজন অভিনেত্রী…’। সেই ঘটনাই এবার নিজের সঙ্গে ঘটল যা একেবারেই ভাল ভাবে নেননি তিনি।
দিন কয়েক আগে নিকের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলেন, “আমরা যখন বিয়ে করেছি, তখন অনেক প্রশ্ন উঠেছিল। লোকজন বলেছে এটা একটা পাবলিসিটি স্টান্ট। কিন্তু কীভাবে কী হতে পারে। আমিও জানতাম না নিক কতটা জনপ্রিয়। আমি শুধু জানতাম যে তিনি কেভিন জোনাসের ছোট ভাই।” ইনস্টাগ্রামের জনপ্রিয়তার দিক দিয়েও প্রিয়াঙ্কা নিকের থেকে এগিয়ে, কিন্তু তা সত্ত্বেও প্রিয়াঙ্কার নিজের পরিচিতি এভাবে লোপাটে ক্ষুব্ধ অভিনেত্রীর ভক্তরাও।