Parineeti Chopra: পরিণীতির বিয়েতে কেন এলেন না প্রিয়াঙ্কা? জানুন আসল কারণ
Parineeti Chopra: সুসম্পন্ন হয়েছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে। রাজস্থানের সাতমহলা প্রাসাদে বসেছিল সেই বিয়ের অনুষ্ঠান। বিয়ের দিনে হাজির ছিলেন বলিউডের চেনা মুখ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে বিয়েতে দেখা যায়নি পরিণীতির আদরের দিদি প্রিয়াঙ্কা চোপড়াকে। কেন এলেন না প্রিয়াঙ্কা?
সুসম্পন্ন হয়েছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ে। রাজস্থানের সাতমহলা প্রাসাদে বসেছিল সেই বিয়ের অনুষ্ঠান। বিয়ের দিনে হাজির ছিলেন বলিউডের চেনা মুখ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে বিয়েতে দেখা যায়নি পরিণীতির আদরের দিদি প্রিয়াঙ্কা চোপড়াকে। কেন এলেন না প্রিয়াঙ্কা? এই প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার এ নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মা, মধু চোপড়া। তিনি জানান, প্রিয়াঙ্কা ব্যস্ত ছিলেন কাজে। যদিও প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম জানাচ্ছে, বোন যেদিন বিয়ে করছেন ওই একই দিনে প্রিয়াঙ্কা, তার মেয়ে, মালতিকে নিয়ে সুইমিংপুলে আনন্দ করছিলেন। এরপরেই প্রিয়াঙ্কার কাছে নেটিজেনদের প্রশ্ন, “মেয়েকে স্নান করাচ্ছেন বলেই কি আসতে পারলেন না?” শুরু হয়েছে কটাক্ষও। অনেকেই তাঁকে তকমা দিয়েছেন ‘অহংকারী’ হিসেবেও।
বোনের বিয়েতে তাঁর অনুপস্থিতি নিয়ে যখন হচ্ছে সমালোচনা তখন পরিণীতিকে নিয়ে একটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। পরিণীতি ও রাঘবকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “নবদম্পতিকে আমার অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা। তিশা (পরিণীতির ডাক নাম) আমার দেখা সবচেয়ে সুন্দর বউ তুমি। রাঘব এবং তুমি আগামী দিনে অনেক অনেক ভাল থেকো, একে অপরের খেয়াল রেখো। ভালবাসা নামক এই সুন্দর অনুভূতিকে সারা জীবন রক্ষা করো। তোমায় ভালবাসি ছোট্ট সোনা, খুব ভাল থেকো তোমরা।”
View this post on Instagram
প্রসঙ্গত গত মে মাসে দিল্লিতে পরিবার ও প্রিয়জনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল পরিণীতির বাগদানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অবশ্য হাজির ছিলেন প্রিয়াঙ্কা। মেয়ে মালতিকে নিয়ে তিনি ভারতে কাটিয়ে গিয়েছিলেন বেশ কয়েকদিন। তবে এবার ছন্দপতন। আপাতত তাঁর বোন ও তাঁর স্বামী ভাল থাকুন, সুস্থ থাকুন– এমনটাই প্রার্থনা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়েতে আইভরি সাজে সেজেছিলেন পরিণীতি। বিয়ের ভেনু থেকে শুরু করে সামগ্রিক সাজও ছিল ওই একই থিমে। তাঁর পোশাক ডিজাইন করেছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রা। বিয়েতেও হাজির ছিলেন তিনি। হাজির ছিলেন সানিয়া মির্জা থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও। যদিও সূত্র জানাচ্ছে, আমন্ত্রণ জানানো হলেও তিনি ওই বিয়েতে আসতে পারেননি পরিচালক করণ জোহর।