Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajanikanth: তামিলনাড়ুতে নয়া রেকর্ডের পথে রজনীকান্ত, বক্স অফিসে বড় চমক

Box Office: টানা ২ বছর পর বড়পর্দায় মুক্তি পেল রজনীকান্তের ছবি জেলার। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল এই ছবির খবর। ট্রেলার মুক্তি পেতেই সকলের চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় এই ছবি।

Rajanikanth: তামিলনাড়ুতে নয়া রেকর্ডের পথে রজনীকান্ত, বক্স অফিসে বড় চমক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 12:27 PM

অভিনেতা রজনীকান্তের ছবি জেলার তামিলনাড়ুতে নয়া ইতিহাস গড়তে চলেছে? এমনই প্রশ্ন বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। ঝড়ের গতিতে এ খবর ছড়িয়ে পড়েছে যে রজনীকান্ত অভিনীত ছবি জেলার তামিলনাড়ুর এখনও পর্যন্ত সর্বাধিক বক্স অফিস কালেকশন ছবি হতে চলেছে। অতীতে এভাবেই নয়া রেকর্ড তৈরি করেছিল পোন্নিয়ান সেলভান ছবি, যেখানে এক বিশেষ ভুমিকায় দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। তারপর কামাল হাসানের ছবি সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করে। তবে এবার জেলার যেভাবে ঝড় তুলেছেন গোটা বিশ্বজুড়ে তা তামিলনাড়ুর ইতিহাসে নতুন বক্স অফিস কালেকশনের ইঙ্গিত দিচ্ছে। প্রথম এক সপ্তাহে এই ছবি বিশ্বজুড়ে ৫০০ কোটির দরজায় পৌঁছে গিয়েছে। দেশের বুকেও ছবির আয় নেহাতই কম নয়।

টানা ২ বছর পর বড়পর্দায় মুক্তি পেল রজনীকান্তের ছবি জেলার। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল এই ছবির খবর। ট্রেলার মুক্তি পেতেই সকলের চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় এই ছবি। রজনীকান্ত কথা দিয়েছিলেন অ্যাকশন প্যাক ছবি উপহার দেবেন। কথাও রাখলেন তিনি। তাঁর ছবি দেখার জন্য গোটা দেশ জুড়ে সেলিব্রেশনের পালা। চেন্নাই ও বেঙ্গালুরুতে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন। ১০ অগাস্ট বছরের সর্বাধিক ওপেনিং নিয়ে মুক্তি পায় জেলার। সকলের প্রিয় থালাইভার অ্যাকশন দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকেরা। প্রথমদিনই ছবি ব্যপকহারে আয় করে। মুক্তির নয় দিনের মাথায় রমরমিয়ে চলছে ছবি। যদিও রজনীকান্ত এখন এসব থেকে বহু দূরে। পাহাড়ে একান্তে সময় কাটাচ্ছেন তিনি।