Annaatthe: সুপারহাইপড ছবির শুটিংয়ে বঙ্গে আসছেন থালাইভা!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 14, 2021 | 10:18 PM

সূত্র বলছে, চার দিনের শুট হবে। আর তারপরেই নাকি বঙ্গকে বিদায় জানাবেন রজনী। মাস কয়েক আগে বেশ কিছু ক্রু সদস্যের কোভিদ রিপোর্ট পজেটিভ আসায় বন্ধ করতে হয় ছবিটির শুটিং।

Annaatthe: সুপারহাইপড ছবির শুটিংয়ে বঙ্গে আসছেন থালাইভা!
রজনী।

Follow Us

আন্নাথি– রজনীকান্ত অভিনীত এ বছরের অন্যতম চর্চিত ছবি। পরিচালনায় শিবা। মুখ্য ভূমিকায় থালাইভা অর্থাৎ রজনীকান্ত। শোনা গিয়েছিল, ছবিটিতে রজনীকান্তের অংশের নাকি ইতিমধ্যেই শুট শেষ হয়ে গিয়েছে। কিন্তু সাম্প্রতিক খবর, বাকি আছে আরও বেশ কিছু অংশ। আর সেই অংশেরই শুট শেষ করতে নাকি এ রাজ্যে আসছেন অভিনেতা।

সূত্র বলছে, চার দিনের শুট হবে। আর তারপরেই নাকি বঙ্গকে বিদায় জানাবেন রজনী। মাস কয়েক আগে বেশ কিছু ক্রু সদস্যের কোভিদ রিপোর্ট পজেটিভ আসায় বন্ধ করতে হয় ছবিটির শুটিং। এর পর পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই চেন্নাই ও হায়দরাবাদে আবারও শুটিং শুরু হয় ছবিটির। ছবিতে রজনীকান্ত ছাড়াও থাকবেন একগুচ্ছ অভিনেতা। এঁদের মধ্যে রয়েছেন, কীর্তি সুরেশ, নয়নতারা, মীনা, খুশবু, প্রকাশ রাজ সহ একগুচ্ছ চেনা মুখ।

অভিনয় হোক বা রাজনীতি, রজনীকান্তের আলাদাই ফ্যান বেস। দক্ষিণের রাজনীতির সঙ্গে নিজেদের সুন্দর করে মানিয়ে নেন রুপোলি পর্দার তারকারা। সেই পথেই পা বাড়িয়েছিলেন খোদ রজনীকান্ত। কিন্তু আপাতত সে পথ থেকে ফিরে এলেন তিনি। নিজের দল রজনী মক্কল মন্দ্রমের সদস্যদের সঙ্গে কথা বলে ভবিষ্যতে রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন রজনীকান্ত।


রজনী মক্কল মন্দ্রম দলের সঙ্গে শেষবার বৈঠক করে এসে ৭০ বছর বয়সী রজনীকান্ত বলেন, “আমার ভবিষ্যতে রাজনীতিতে আসার কোনও পরিকল্পনা নেই।” তিনি জানিয়েছেন রাজনৈতিক কার্যকলাপের জন্য ২০১৮ সালে তৈরি হওয়া রজনী মক্কল মন্দ্রম বদলে হয়ে যাবে রজনীকান্ত রাসিগর নরপানি মন্দ্রম, যা আসলে রজনীকান্ত ফ্যানস ওয়েলফেয়ার ফোরাম।

আরও পড়ুন- জীবন-যুদ্ধে একটা হাত লাগে, তিয়াসাকে সেই হাতটা বাড়িয়েছিলাম আমিই: সুবান রায়

 

Next Article