সুপারস্টারের সঙ্গে করতেই হবে দেখা! ২৩১ কিলোমিটার পায়ে হাঁটলেন ৩ যুবক

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 26, 2021 | 8:31 AM

Fan meets Superstar: তাঁরা যেমন-তেমন ফ্যান নয়। একেবারে ডাই হার্ডফ্যান।

সুপারস্টারের সঙ্গে করতেই হবে দেখা! ২৩১ কিলোমিটার পায়ে হাঁটলেন ৩ যুবক
রাম।

Follow Us

দক্ষিণী সুপারস্টার রাম চরণ তাঁর তিন ভক্তর সঙ্গে দেখা করলেন। যেমন-তেমন ভক্ত নয় ওঁরা তিনজন।  রাম চরমের ডাই-হার্ড ফ্যান। রামের সঙ্গে দেখা করতে ২৩১ কিলোমিটার পায়ে হেঁটে এলেন। রাম চরণও তাঁদের জড়িয়ে ধরে স্বাগতও0 জানিয়েছেন। ৩ যুবক তেলেঙ্গানার জোগুলম্বা গাদওয়াল থেকে পথ হাঁটতে শুরু করেন এবং চার দিন পর অভিনেতার জুবিলি হিলসের, হায়দ্রাবাদের বাড়িতে এসে পৌঁছন। তিনজনের নাম সন্ধ্যা জয়রাজ, রবি এবং বীরেশ। বিষ্ণু থেজ পুট্টা নামে টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ফ্যান-সুপারস্টারের আলাচারিতার বেশ কিছু ছবি পোস্টও করা হয়েছে। ছবিতে রামকে একজন ভক্তকে জড়িয়ে ধরে এবং অন্য ছবিতে তিনজনের সঙ্গে পোজ দিতে দেখা যায়। তাঁর বাড়িতে আড্ডাও মারেন ফ্যানদের সঙ্গে।

টুইটার ব্যবহারকারী ক্যাপশনেলেখেন, ‘মেগা পাওয়ার স্টার রাম চরণ তাঁর ফ্যানদের সঙ্গে দেখা করলেন। তাঁর ভক্ত সন্ধ্যা জয়রাজ, রবি ও বীরেশের প্রায় ২৩১ কিলোমিটার জোগুলম্বা গাদওয়াল থেকে হায়দ্রাবাদ পর্যন্ত পায়ে হেঁটে রামের সঙ্গে দেখা করেন। রাম চরণ উষ্ণ আলিঙ্গন দিয়ে তাঁদের স্বাগত জানিয়েছেন এবং তাঁদের সঙ্গে বিস্তৃত আলোচনাও করেন।”

কয়েক দিন আগে রামচরণকে ‘আরআরআর’-এর সেটে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম। ‘আরআরআর’ পরিচালনা করেছেন এস এস রাজামৌলি এবং অভিনেতা রাম শুটিং ব্যস্ত রয়েছেন। ছবিতে জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগন, শ্রিয়া সরান, এবং সামুথিরাকানিও অভিনয় করেছেন।

১৯২০ সালের স্বাধীনতা-পূর্ব যুগের এক কাল্পনিক গল্প। দুই বিখ্যাত বিপ্লবী—আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের জীবন অবলম্বনে নির্মিত হতে চলেছে ‘আরআরআর’। চলতি বছর অক্টোবরে বিশ্বব্যাপী রিলিজ হতে চলেছে ‘আরআরআর’।

 

আরও পড়ুন Feels Like Ishq: ‘মনে হওয়া প্রেম’-এর গল্প রেডি নেটফ্লিক্সে! প্রস্তুত আমির খানের ভাগ্নী জ়ায়ানও

Next Article