Feels Like Ishq: ‘মনে হওয়া প্রেম’-এর গল্প রেডি নেটফ্লিক্সে! প্রস্তুত আমির খানের ভাগ্নী জ়ায়ানও
‘ফিলস লাইক ইশক’ পরিচালনায় রয়েছেন রুচির অরুণ, তাহিরা কাশ্যপ খুরানা, আনন্দ তিওয়ারি, ড্যানিশ আসলাম, জয়দীপ সরকার, শচীন কুণ্ডলকর এবং দেবরথ সাগর।
নেটফ্লিক্সে আসছে প্রেমের গল্প। একটা নয়। ছয়-ছটি। পরের মাসে ২৩ তারিখে মুক্তি পেতে চলেছে ‘ফিলস লাইক ইশক’। দুর্দান্ত লাভ স্টোরি সিরিজে অভিনয় করছেন রাধিকা মদন, আমোল পরাশর, কাজল চুগ, মিহির আহুজা, সিমরন জেহানি, রোহিত সরফ, সাবা আজাদ, সঞ্জিতা ভট্টাচার্য, জা়য়ান খান, নীরজ মাধব, তানিয়া মানিকতলা, এবং স্কন্দ ঠাকুর।
@BeingChatterjee @AratiRaval @radhikamadan01 @TheKajolChugh @mihirahuja_ @rohitssaraf @Sanjeeta1120 @sabazadofficial @Skand2021 @zayn_marie @NeerajMadhavv #RuchirArun #AarshVora #ShubhraChatterji #AmolParashar #SimranJehani #TanyaManiktala pic.twitter.com/lAiQx9J3DO
— Netflix India (@NetflixIndia) June 25, 2021
রাধিকা মদন ‘অংরেজি মিডিয়াম’, ‘মর্দ কো দর্দ নেহি হোতা’র মতো ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে আমোল পরাশর ‘ট্রিপলিং’, ‘ডলি কিটি অউর উয়ো চমকতে সিতারে’-তে দেখা গিয়েছিল। ‘ফিলস লাইক ইশক’ দু’জন একই গল্পে অভিনয় করছেন।
তানিয়া ‘এ স্যুটেবল বয়’ মিনি সিরিজে অভিনয়ের পরে নিজের একটা জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ‘লুডো’-তে দেখা যায়া রোহিত সরফকে। নেটফ্লিক্স সিরিজ ‘মিসম্যাচড’ এবং প্রিয়াঙ্কা চোপড়া-ফারহান আখতার অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এও অভিনয় করেছেন রোহিত। প্রাইম ভিডিয়ো সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ মুসা চরিত্রে অভিনয় করেন নীরজ মাধব, তিনি ও রয়েছেন ‘ফিলস লাইক ইশক’-এ। আমির খানের ভাগ্নী জা়য়ান খান সিরিজে অভিনয় করেছেন।
অ্যান্থলজি সিরিজের গল্পে প্রেম চারপাশে ঘোরাফেরা করছে, যা যে কোনও স্থানে, যে কোনও সময়ে এবং এমন পরিস্থিতি যা একেবারে প্রত্যাশিত, তখনও প্রেমে হোঁচট খেয়ে ফেলছে মানুষ।
‘ফিলস লাইক ইশক’ পরিচালনায় রয়েছেন রুচির অরুণ, তাহিরা কাশ্যপ খুরানা, আনন্দ তিওয়ারি, ড্যানিশ আসলাম, জয়দীপ সরকার, শচীন কুণ্ডলকর এবং দেবরথ সাগর।
View this post on Instagram