KGF 2: কেজিএফ ২ নাকি ‘ভুতুড়ে ছবি’! এমনটাই মনে করছেন পরিচালক রামগোপাল
KGF 2: 'ম্যাগনাম ওপাস'-এর প্রকৃষ্ট উদাহরণ এই ছবিটি। অথচ পরিচালক রামগোপাল বর্মা মনে করছেন এই ছবি নাকি ভুতুড়ে।
কেজিএফ দেখেছেন? আরআরআরের পর বক্স অফিসে সুনামি নিয়ে এসেছে এই দক্ষিণী ছবি। ‘ম্যাগনাম ওপাস’-এর প্রকৃষ্ট উদাহরণ এই ছবিটি। অথচ পরিচালক রামগোপাল বর্মা মনে করছেন এই ছবি নাকি ভুতুড়ে। কেন ভুতুড়ে সে ব্যাখ্যাও নিজের মতো করে দিয়েছেন তিনি। ছবি বলছে, ভরপুর অ্যাকশনে ঠাসা এই ছবি। ‘গ্যাংস্টার ছবি’ বললেও তা ভুল নয়! তাহলে ভূত এল কোথা থেকে?
রামগোপাল লিখছেন, “কেজিএফ শুধু গ্যাংস্টার ছবি নয়। এটি একটি হরর ছবি। বলিউডের জন্য এটি একটি হরর ছবি। এর সাফল্যে বহু বছর ধরে বলিউড দুঃস্বপ্ন দেখবে।” হ্যাঁ, বলিউডকে এভাবেই এক হাত নিয়েছেন পরিচালক। বিগত বেশ কিছু মাস ধরে বলিউডে হিন্দি ছবির সাফল্যের অঙ্ক এসে ঠেকেছে তলানিতে। সেখানে এখন দক্ষিণী ছবিরই রমরমা। পুষ্পা থেকে শুরু করে আরআরআর, কেজিএফ– তালিকা অনেক লম্বা। ইন্ডাস্ট্রি সূত্র বলছে দক্ষিণী ছবির এই রমরমায় নাকি চিন্তার ভাঁজ বলি পরিচালকদের কপালেও। আর তাতেই বক্রোক্তি রামগোপালের।
এর আগে দক্ষিণী ছবির এই রমরমা নিয়ে টিভিনাইন বাংলার কাছে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পরিচালক। তিনি বলেছিলেন, “বলিউডে পারিশ্রমিকের পিছনে খরচ হয়, দক্ষিণে ছবি-নির্মাণের পিছনে খরচা। রাজামৌলি বা যে কাউকেই ধরুন না কেন। তাঁরা জোর দিচ্ছেন ছবির চোখ ঝলসানো দৃশ্যায়ন, ভিএফএক্সের উপর। ওই দায়িত্বটাই বলিউডের নেই। বলিউডের বেশিরভাগ পরিচালকের বাস জুহু থেকে সাউথ বম্বের মধ্যে। দেশের বাকি অংশে কী হচ্ছে তাঁরা জানেন না। কিন্তু দক্ষিণী পরিচালকেরা সাধারণের অনেক কাছের। ওঁদের চিন্তাভাবনাটাই তো আলাদা।” তবে শুধু রামগোপাল কেন? নেটিজেনদের একটা বড় অংশও বলছে একই কথা। বলিউডের ভবিষ্যৎ কি দাঁড়িয়ে আছে দক্ষিণী ছবির উপর ভর করেই? উত্তর দেবে সময়।
. @prashanth_neel ‘s #KGF2 is not just a gangster film but It’s also a HORROR film for the Bollywood industry and they will have nightmares about it’s success for years to come
— Ram Gopal Varma (@RGVzoomin) April 15, 2022