Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rashmika Mandanna and Vijay Deverakonda: এই বছরেই বিয়ে করতে চলেছেন রশ্মিকা মন্দনা ও বিজয় দেবেরাকোন্ডা?

Rashmika Mandanna and Vijay Deverakonda: বিগত বেশ কিছু দিন ধরেই দুই দক্ষিণী তারকা সুপারস্টার রশ্মিকা মন্দনা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেমের খবরে উত্তাল বলিপাড়া।

Rashmika Mandanna and Vijay Deverakonda: এই বছরেই বিয়ে করতে চলেছেন রশ্মিকা মন্দনা ও বিজয় দেবেরাকোন্ডা?
বিজয়-রশ্মিকা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2022 | 4:11 PM

বিগত বেশ কিছু দিন ধরেই দুই দক্ষিণী তারকা সুপারস্টার রশ্মিকা মন্দনা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেমের খবরে উত্তাল বলিপাড়া। তাঁরা কি সম্পর্কে রয়েছেন, এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে ফ্যানেদের অন্তরে। সাম্প্রতিক গুঞ্জন এই বছরেই নাকি বিয়ে করার কথাও ভাবছেন ওঁরা দুজন। সত্যিই কি তাই? এই প্রথম বার মুখ খুললেন রশ্মিকা।

মিরচি ৯-জকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়েছেন, এই সবই আদপে ‘টাইমপাস গুজব’। তিনি বলেন, “আমার এখনও বিয়ের জন্য অনেক সময় রয়েছে। যখন সময় আসবে তখন ঠিকই বিয়ে করব। আর আমাকে নিয়ে যে সব গুজব লেখা হচ্ছে, তাদের একটা কথাই বলব… বলে যাও।” এর আগে মুখ খুলেছিলেন বিজয়ও। তিনি বলেছিলেন, ‘এ সবই আদপে ননসেন্স’। বিয়ে বা প্রেমের কথা দুজনের কেউই স্বীকার করেননি। তবে কোথা থেকে গুঞ্জনের সূত্রপাত? বিগত বেশ কিছু মাস ধরে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যাচ্ছে ওই তারকাকে।, কখনও রেস্তরাঁয় আবার কখনও বা এক গাড়িতে।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল পুষ্পা। ওই ছবির অংশ ছিলেন রশ্মিকা। ছবিতে তাঁর ‘স্বামী স্বামী’ গান এখনও ইনস্টা রিলসে ট্রেন্ডিং। বলিউডেও ডেবিউ করতে চলেছেন তিনি, মিশন মঞ্জু ও গুডবাইয়ে দেখা যাবে। শোনা যাচ্ছে শীঘ্রই নাকি পুষ্পার দ্বিতীয় পর্বেরও শুটিং শুরু করতে চলেছেন তিনি। ছবির নাম রাখা হবে, ‘পুষ্পা ২: দ্য রুল’।

ছবির দুনিয়ায় রীতিমতো ধামাকা করেছিল পুষ্পা। মেনস্ট্রিম বলিউড ছবির বাজারে দক্ষিণী ছবি হয়েও পুষ্পার আধিপত্যে খানিকটা যে শঙ্কিতও হয়েছিল বলিউডের তাবড়েরা, এ কথা অস্বীকার করা যায় না। ছবির হিন্দি ভার্সনে আল্লু অর্জুনের ডাবিং করেছিলেন শ্রেয়স তালপাড়ে। আল্লুর প্রশংসায় তিনিও ছিলেন পঞ্চমুখ। পুষ্পা জ্বরে এখনও আচ্ছন্ন দেশবাসী। এরই মধ্যে রশ্মিকার বিয়ের গুঞ্জন স্বাভাবিকভাবেই আগুনে যেন ঘি ঢেলেছিল।

 

আরও পড়ুন: ‘এমন ব্যান্ড বাজাব তোমার…’, রাখীকে প্রকাশ্যেই হুমকি দিলেন প্রাক্তন স্বামী