Rashmika Mandanna: এভাবে মিথ্যে বলেছিলেন রশ্মিকা! ‘ধরা পড়তেই’ ক্ষোভ ভক্তমহলে
Rashmika Mandanna: রশ্মিকা মন্দানা-- বলিউডের ক্রাশ হিসেবে পরিচিত যিনি। এবার তাঁকে ঘিরেই ক্ষোভ ভক্তমহলে। তিনি নাকি মিথ্যে বলেছেন। তা নাকি ধরা পড়তেই শুরু হয়েছে তীব্র উত্তেজনা।
রশ্মিকা মন্দানা– বলিউডের ক্রাশ হিসেবে পরিচিত যিনি। এবার তাঁকে ঘিরেই ক্ষোভ ভক্তমহলে। তিনি নাকি মিথ্যে বলেছেন। তা নাকি ধরা পড়তেই শুরু হয়েছে তীব্র উত্তেজনা। কী এমন করেছেন রশ্মিকা যে তাঁকে নিয়ে হচ্ছে এত আলোচনা? সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে রশ্মিকাকে। সেখানেই দেখা যাচ্ছে আমিষ বার্গারে কামড় বসাচ্ছেন তিনি। অথচ কিছু মাস আগেই এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন তিনি নিরামিষভোজী। সেই রশ্মিকাই নাকি খাচ্ছেন মাংস? অনেকেরই বক্তব্য, ‘দ্বিচারিতা’ করছেন নায়িকা। যদিও রশ্মিকা এখনও এই নিয়ে মুখ খোলেননি।
View this post on Instagram
প্রসঙ্গত, শুধু বলিউডের ক্রাশ নয়, রশ্মিকার ক্যারিশ্মা নাকি বাইশ গজেও। সম্প্রতি ইন্সট্যান্ট বলিউড নামের এক ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল, শুভমন গিলের ক্রাশ হলেন রশ্মিকা মন্দানা। সেখানে আরও বলা হয়, এক সাক্ষাৎকারে গিল নাকি নিজেই জানিয়েছেন এই কথা। শুরু হয় বিস্তর আলোচনা। যদিও সকল জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন গিল। ভাইরাল হওয়া সেই পোস্টে শুভমন কমেন্ট করে লেখেন, ‘‘কোন সাক্ষাৎকারে আমি এমন কথা বলেছিলাম, তা তো আমি নিজেই জানি না।’’ প্রশ্ন করা হয়েছিল রশ্মিকাকেও। বলা হয়, “আপনি তো এখন ক্রিকেটারদেরও ক্রাশ”। উত্তরে হালকা হেসে ‘হ্যাঁ’ বলেছিলেন তিনি। এই মুহূর্তে বলিউডেও চুটিয়ে কাজ করছেন রশ্মিকা। যদিও বলিউডে প্রথম ছবি হিট হয়নি। হাতে রয়েছে আরও বেশ কিছু ছবিও।
তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা জারি। শোনা যায়, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। যদিও প্রেমের গুঞ্জনের কথা দু’জনেই এড়িয়ে গিয়েছেন।