Remo D’Souza: রেমো ডি’সুজার শ্যালকের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার নিথর দেহ
রেমোর শ্যালক জ্যাসন ওয়াকিনস মুম্বইয়ের মিলাট নগর এলাকায় থাকতেন। এ দিন ওষিয়াড়া থানার পুলিশ জ্যাসন বাড়ি থেকেই তাঁর নিষ্প্রাণ দেহ উদ্ধার করে।
বলিউডে আবারও এক অস্বাভাবিক মৃত্যু। নিজের বাড়ি থেকে কোরিওগ্রাফার রেমো ডি’সুজার শ্যালকের নিথর দেহ উদ্ধার। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র রিপোর্ট জানাচ্ছে, প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন তিনি।
রেমোর শ্যালক জ্যাসন ওয়াকিনস মুম্বইয়ের মিলাট নগর এলাকায় থাকতেন। এ দিন ওষিয়াড়া থানার পুলিশ জ্যাসন বাড়ি থেকেই তাঁর নিষ্প্রাণ দেহ উদ্ধার করে। টাইমস অব ইন্ডিয়াকে এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই তাঁকে কুপার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশও শুরু করেছে তদন্ত। ভাইয়ের সঙ্গে বেশ ভাল সম্পর্ক ছিল রেমোর স্ত্রী লিজেলও। এই মুহূর্তে তিনি ও রেমো দুজনেই এক বিয়েতে যোগ দিতে গোয়া গিয়েছেন। ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত ভেঙে পড়েছেন লিজেল। ইনস্টাগ্রামে ভাইয়ের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “কেন? তুমি আমার সঙ্গে এমনটা কী করে করতে পারলে, কোনও দিন তোমাকে ক্ষমা করব না”। অন্যদিকে মায়ের সঙ্গে ভাইয়ের এক ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “ক্ষমা কোরো মা, আমি ব্যর্থ।”
প্রসঙ্গত, বিগত বেশ কিছু বছর ধরেই বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলে জ্যাসন। রেমোর সঙ্গে বিভিন্ন ছবিতে সহ পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। তিনি কি মানসিক অবসাদে ভুগছিলেন নাকি নেপথ্যে ছিল অন্য কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। সংবাদমাধ্যমের তরফে রেমোকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।