বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের মা। হাসপাতালে ভর্তি করেছিলেন মাকে। বাড়িও নিয়ে এসেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। মাতৃহারা হলেন ঋদ্ধি। রবিবার ভোর রাতে প্রয়াত হয়েছেন তাঁর মা।
সোমবার সকালে ফেসবুকে মায়ের প্রয়াণের খবর জানিয়ে ঋদ্ধি লেখেন, ‘মা চলে গেছেন রাত ৩.৪৬ মিনিটে। শান্তি পান যেন এই প্রার্থনা করবেন।’ ঘটনাচক্রে মায়ের চলে যাওয়ার খবর ফেসবুকে শেয়ার করার আগেই ঋদ্ধি তাঁর স্বামী তথা সঙ্গীতশিল্পী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবি শেয়ার করেছিলেন। তারপরই এই খবর দেখে ঋদ্ধিকে সান্ত্বনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না তাঁর অনুরাগীরা।
গত ৩ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ঋদ্ধির মা। তবে মাকে সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পেরেছিলেন তিনি। গত ২৫ সেপ্টেম্বর মায়ের সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে শেয়ার করে ঋদ্ধি লেখেন, ‘একটা যুদ্ধ শেষ হল। আর একটা যুদ্ধ শুরু হল। ৩ সেপ্টেম্বর থেকে আজ মার হাসপাতাল বাস শেষ হল। বাড়ি আনতে পারলাম যুদ্ধ শেষে। যদিও সামান্য উন্নতি, তবু্ও নিজের ঘরে নিজের বিছানায় তাকে ফেরাতে পারলাম। জানি না যুদ্ধ জয় করতে পারব কি না, সকাল থেকে হাসপাতালে, বিকেলে হাসপাতালে,তার মধ্যে নিজের কাজ করে গেছি। মার জন্য আজকের এই আমি। তাই কোনও কাজ কোনও রেকর্ডিং বন্ধ করিনি। রাত একটা অবধি শুটিং করেও পরের দিন সকালে হাসপাতালের সব কাজ করেছি। মাই আমাকে শক্তি যুগিয়েছেন। যাদের অক্লান্ত পরিশ্রম, অপরিসীম সাহায্য পেয়েছি বিপদের দিনে, তাদের কৃতজ্ঞতা। কোনও দিন আপনাদের ভুলব না।যারা সুহৃদ সেজে থাকে তাদেরও চিনলাম। ছাত্রীরা সব সময় সাহস যুগিয়েছে। তাদের ভালবাসা।’
ঋদ্ধি আজ যতটুকু সাফল্য পেয়েছেন, তার নেপথ্যে রয়েছেন মায়ের অবদান। এ কথা বহুবার প্রকাশ্য সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন তিনি। মায়ের হাত ধরেই প্রথম গান শিখতে যাওয়া। মায়ের উৎসাহেই পড়াশোনা। জীবনের এতটা পথ পেরিয়ে আসার ক্ষেত্রে মা সব সময় তাঁর পাশে থেকেছেন বন্ধুর মতো। সেই বন্ধুত্বের হাত, সেই ভরসার ছাতা আজ সরে গেল। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে তাঁকে শান্ত থাকার, শক্ত থাকার বার্তা পাঠিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন, Jeetu Kamal: অভিনয়ের পেশায় কূটনীতি আর রাজনীতির খোঁজ পেলেন জীতু?