SS Rajamouli: ‘এক্কেবারে মাটির মানুষ’, RRR সুপারহিট হলেও ছাপোষা গাড়িই কিনলেন রাজামৌলী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 23, 2022 | 2:47 PM

SS Rajamouli: গাড়িটি নিউ মডেলের। দাম আনুমানিক ৪৪ লক্ষ টাকা। হ্যাঁ, ৫০ লক্ষও পার করেনি রাজামৌলীর এই নতুন গাড়িটি। এতটাই সাধারণ তাঁর জীবনযাত্রার মান।

SS Rajamouli: এক্কেবারে মাটির মানুষ, RRR সুপারহিট হলেও ছাপোষা গাড়িই কিনলেন রাজামৌলী
'আরআরআর' ১০০০ কোটি ছাড়ালেও সাদামাঠা গাড়িই কিনলেন রাজামৌলী, দাম কত পড়ল?

Follow Us

বক্স অফিসে তাঁর পরিচালিত ছবি ‘আরআরআর’ ১০০০ কোটি পার করে ফেলেছে। তৈরি করেছেন নয়া রেকর্ড। এমতাবস্থায় বলিউডের ট্রেন্ড দামী গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট– কিন্তু সেই ট্রেন্ডে একেবারেই গা না ভাসিয়ে তাঁর ছবির আয়ের তুলনায় নেহাতই সাদামাঠা গাড়িই ঘরে আনলেন পরিচালক রাজামৌলী। কিনলেন Volvo XC40… (ভলভো এক্সসি৪০)। তাঁর পারিশ্রমিকের তুলনায় যা নেহাতই ছাপোষা। এই মুহূর্তে ওই গাড়ির বাজারমূল্য কত জানেন?

গাড়িটি নিউ মডেলের। দাম আনুমানিক ৪৪ লক্ষ টাকা। হ্যাঁ, ৫০ লক্ষও পার করেনি রাজামৌলীর এই নতুন গাড়িটি। এতটাই সাধারণ তাঁর জীবনযাত্রার মান। ভলভোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তরফে তাঁর গাড়ি কেনার মুহূর্তটি বন্দি করে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী কী রয়েছে গাড়িটিতে? রয়েছে পিয়ানো ব্ল্যাক গ্রিল, থর হ্যামার হেডল্যাম্প, এলইডি লাইট। কেবিন আবৃত রয়েছে সফট টাচ লেদার সিট দিয়ে। রয়েছে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম।

আরও দুটি গাড়ি রয়েছে পরিচালকের। তা হল বিএমডব্লিউ ৭ সিরিজ ও ল্যান্ড রোভার রেঞ্জ। চাইলেই অনুরূপ আরও একটি গাড়ি তিনি কিনতেই পারতেন। কিন্তু সে পথে পা না বাড়িয়ে বাড়িতে আনলেন ভলভোকেই। তাঁর প্রশংসায় ফেটে পড়েছেন ভক্তরা। এই মাটির কাছাকাছি থাকা মনোভাবই যে তাঁকে অন্যের থেকে আলাদা করে তুলেছে সে কথাই এক জোটে বলছেন তাঁরা। বলিউডে দক্ষিণী ছবির রমরমার নেপথ্যেই যে এই সাধারণ মানের জীবনই অনুঘটক সে কথাও বলছেন তাঁরা। শুধু কি ভক্তরা? এর আগে দক্ষিণী ছবির এই রমরমা নিয়ে টিভিনাইন বাংলার কাছে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পরিচালক রাম গোপাল বর্মাও। তিনি বলেছিলেন, “বলিউডে পারিশ্রমিকের পিছনে খরচ হয়, দক্ষিণে ছবি-নির্মাণের পিছনে খরচা। রাজামৌলি বা যে কাউকেই ধরুন না কেন। তাঁরা জোর দিচ্ছেন ছবির চোখ ঝলসানো দৃশ্যায়ন, ভিএফএক্সের উপর। ওই দায়িত্বটাই বলিউডের নেই। বলিউডের বেশিরভাগ পরিচালকের বাস জুহু থেকে সাউথ বম্বের মধ্যে। দেশের বাকি অংশে কী হচ্ছে তাঁরা জানেন না। কিন্তু দক্ষিণী পরিচালকেরা সাধারণের অনেক কাছের। ওঁদের চিন্তাভাবনাটাই তো আলাদা।” আপাতত আরআরআর সাফল্যে খুশি পরিচালক। পরিকল্পনা চলছে আগামী ছবি নিয়ে।

আরও পড়ুন- অদ্ভুতুড়ে পোশাকে ভাইরাল রাজ কুন্দ্রা, এল উরফির সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব!

 

 

Next Article