RRR-Puneeth Rajkumar: ‘আরআরআর’-এর রিলিজ় ছাড়ল না মৃত অভিনেতাকেও… নিন্দার ঝড় বইছে!
RRR-Box Office: প্রায় ৪০০ কোটি টাকায় তৈরি হয়েছে 'আরআরআর'। তাই এই মুহূর্তে নির্মাতাদের উপর বিস্তর চাপ সৃষ্টি করা হয়েছে।
বক্সি অফিসে ভাল ফল করতেই হবে। যে করেই হোক তুলতে হবে লাভের পর্যাপ্ত অর্থ। যাতে মুখ থুবড়ে না পড়ে ছবি। তাই মৃত অভিনেতাকেও ছাড়ল না সদ্য মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘আরআরআর’। বছর খানেক আগে যে অর্থ ব্যয়ে মঙ্গলগ্রহে মঙ্গলযান পাঠিয়েছিল ভারত, সেই অর্থেই তৈরি হয়েছে এসএস রাজামৌলির নতুন ছবিটি। ২৫ মার্চ (গত শুক্রবার) মুক্তি পেয়েছে ছবিটি। খরচ হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। এই একই বাজেটে রাজামৌলির আগের দুটি ‘বাহুবলী’ ছবি তৈরি হয়েছিল। কিন্তু যে কোনও একটি ছবির পিছনে এত অর্থ ব্যয়—হয়নি আগে। ফলে লাভের অংশ যে তুলতেই হবে। না হলে বড়সড় ভরাডুবি ! ‘আরআরআর’ মুক্তির পর বহু দক্ষিণী ছবিকে হল থেকে নামিয়ে ফেলা হয়েছে। স্ক্রিনের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এমন ছবিকেও নামিয়ে ফেলা হয়েছে, যা ভালই ব্যবসা করছিল। সেই ছবির তালিকায় রয়েছে প্রয়াত অভিনেতা পুনীত রাজকুমারের শেষ অভিনীত ছবি ‘জেমস’।
গত বছর (২০২১) অক্টোবর মাসের ২৯ তারিখ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটে পুনীতের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল কেবল ৪৬ বছর। অনুরাগীরা ও ইন্ডাস্ট্রির সকলেই শোকাহত হয়ে পড়েন। সেই পুনীতের শেষ অভিনীত ছবি ‘জেমস’কেও সরে যেতে হল একাধিক সিনেমা হল থেকে। একমাত্র ‘আরআরআর’-এর জন্য!
এই ঘটনায় বেজায় চটেছেন প্রয়াত অভিনেতার ভাই শিব রাজকুমার। কর্ণাটকের চেম্বার অফ কমার্সে এই বিষয় নিয়ে নালিশ জানিয়েছেন তিনি। বলেছেন, “আমাদের ছবি ভালই পারফর্ম করছিল বক্স অফিসে। তা সত্ত্বেও ছবিকে বহু হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে!”
যেমনটা শুরুতেই বলা হয়েছে, প্রায় ৪০০ কোটি টাকায় তৈরি হয়েছে ‘আরআরআর’। তাই এই মুহূর্তে নির্মাতাদের উপর বিস্তর চাপ সৃষ্টি করা হয়েছে। ভাল ব্যবসা তখনই হবে, যখন অনেক বেশি সংখ্যক হলে ছবিটি রিলিজ় করবে। সারাবিশ্বে ৮,০০০ এরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবি।
‘আরআরআর’ ছবিতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের দুই মহারথী সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। স্বাধীনতা সংগ্রাম নিয়ে ছবি। রয়েছেন আলিয়া ভাট ও অজয় দেবগণও। ১০ মিনিটের রোলের জন্য আলিয়া পারিশ্রিক নিয়েছেন ৯ কোটি টাকা।
আরও পড়ুন: Hrithik Roshan-Saba Azad: ক্যাসানোভা তকমা ঘুচে কি বিয়ের পিঁড়িতে হৃত্বিক… কী বলছে জ্যোতিষ শাস্ত্র?