RRR: ছবিটির হিন্দি ভার্সনের জন্য কত টাকার অগ্রিম টিকিট বুক করা হল?
RRR: প্রায় ৪০০ কোটি টাকায় তৈরি হয়েছে ‘আরআরআর’। রামচরণ ও জুনিয়র এনটিআরের মতো দক্ষিণের মেগা তারকা আছেন ছবিতে

বলিউডে বাজারে আবারও দক্ষিণী ছবির আধিপত্য। আবারও এক উত্তেজনায় ভরা অ্যাকশন ছবি মুক্তি পেয়েছে আজ অর্থাৎ শুক্রবার। পরিচালক রাজামৌলী। ছবির নাম আরআরআর। পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ওই ছবি। তবে ছবি নিয়ে হাইপ ছিল আকাশছোঁয়া। এমনই সুপার হাইপড ছবির হিন্দি ভার্সনের জন্য অগ্রিম কত টাকার টিকিট বিক্রি হল আন্দাজ করতে পারেন?
সূত্র বলছে, শুক্রবার সকাল অবধি ওই ছবির হিন্দি ভার্সনের অগ্রিম টিকিট বুকিংয়ের মূল্য ৮ কোটি টাকা। পোস্ট প্যান্ডেমিক সময় অগ্রিম টকিট বুকিংয়ের ক্ষেত্রে এখনও পর্যন্ত সবচেয়ে এগিয়ে ছিল ৮৩। তবে আরআরআর ছাপিয়ে গেল সেই হিসেবও। ছবি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ছড়াছড়ি। সিনেমা হলের মধ্যে ভক্তদের উন্মাদনাই বুঝিয়ে দিচ্ছে ছবিটি নিয়ে কতটা উৎসাহী তাঁরা। একই সঙ্গে রামচরণ ও এনটিআর জুনিয়রের মতো সুপারস্টার– এ সুযোগ কি মিস করা যায়?
প্রায় ৪০০ কোটি টাকায় তৈরি হয়েছে ‘আরআরআর’। রামচরণ ও জুনিয়র এনটিআরের মতো দক্ষিণের মেগা তারকা আছেন ছবিতে। এখানেই শেষ নয়। বলিউডের দুই মহারথী অজয় দেবগণ ও আলিয়া ভাট আছেন ছবিতে। ছবির জন্য রামচরণ ও জুনিয়র এনটিআর ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অজয় দেবগণ নিয়েছেন ২৫ কোটি টাকা। ছোট্ট চরিত্রে অভিনয় করার জন্য আলিয়াও নিয়েছেন ৯ কোটি টাকা। ছবি থেকে যে অর্থ লাভ হবে, সেই লাভে এসএস রাজামৌলির ৩০ শতাংশ ভাগ রয়েছে। সব মিলিয়ে বিনোদনের পাওয়ার প্যাক সে কথা বলার আর অপেক্ষা রাখে না।





