মেয়ের বিয়ের দিন কয়েকের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন পরিচালক

অন্যদিকে রুমি পরিচালিত ছবি 'চেহরে' মুক্তি পাচ্ছে এই ২৭ তারিখ। নিজের ছবি কি তিনি প্রেক্ষাগৃহে বসে দেখতে পারবেন? রুমি জানান, তিনি এর মধ্যেই একবার করোনা পরীক্ষা করাবেন

মেয়ের বিয়ের দিন কয়েকের মধ্যেই করোনায় আক্রান্ত হলেন পরিচালক
মেয়ের সঙ্গে রুমি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2021 | 9:20 AM

জাঁকজমক করে এই মাসের গোড়াতেই মেয়ের বিয়ে দিয়েছিলেন পরিচালক রুমি জাফরি। কিন্তু কিছু দিন যেতে না যেতেই করোনায় আক্রান্ত হলেন তিনি। ভাগ্য সহায় হল না তাঁর। এমনকি ২৭ অগস্ট তাঁর নিজের ছবি ‘চেহরে’ মুক্তির দিনও তিনি থাকবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন রুমি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুমি বলেন, “আমি আমার মেয়ের বিয়ের জন্য হায়দরাবাদে ছিলাম। ইণ্ডাস্ট্রির অনেকেই এসেছিলেন। অগস্টের প্রথম সপ্তাহে ওই অনুষ্ঠান হয়। আমি আক্রান্ত হই ১৫ অগস্ট। তাই ভগবানকে ধন্যবাদ বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের কোনও সমস্যা হয়নি।” প্রসঙ্গত, পরিচালকের মেয়ের বিয়েতে হাজির ছিলেন রণধীর কাপুর থেকে শুরু করে নীতু কাপুরসহ অনেকেই। হাজির ছিলেন রিয়া চক্রবর্তীও। রুমির মেয়ের ঘনিষ্ঠ বন্ধু তিনি। শুধু বিয়েতেই নয়, বিয়ের আগের নানা অনুষ্ঠান যেমন গায়ে হলুদ থেকে শুরু করে মেহেন্দিতেও দেখা গিয়েছে রিয়াকে।

অন্যদিকে রুমি পরিচালিত ছবি ‘চেহরে’ মুক্তি পাচ্ছে এই ২৭ তারিখ। নিজের ছবি কি তিনি প্রেক্ষাগৃহে বসে দেখতে পারবেন? রুমি জানান, তিনি এর মধ্যেই একবার করোনা পরীক্ষা করাবেন। যদি নেগেটিভ হন তাহলে মুম্বই এসে সবার সঙ্গে যোগ দেবেন। নয়তো কিছু করার নেই। চেহরে ছবি দিয়েই কার্যত কামব্যাক হতে চলেছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। ওই ছবিতে রিয়া ছাড়াও দুই প্রধান চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাসমি।

ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ৯ এপ্রিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় হিসেবে ওলটপালট হয়ে যায়। এর আগে মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। ট্রেলারটি ছিল আদ্যপান্ত সাসপেন্সে মোড়া। ট্রেলারটির সময়সীমা প্রায় তিন মিনিট। কিন্তু তাতে রিয়ার উপস্থিতি হাতে গোনা কয়েক সেকন্ড। সুশান্ত কাণ্ডের ঝড়, নাকি অন্য কারণ– ঠিক কী জন্য রিয়ার উপস্থিতি এত কম ‘চেহরে’র ট্রেলারে?

মুখ খুলেছিলেন ছবির পরিচালক রুমি জাফরি। রুমি জাফরি বলেছিলেন, “প্রথম থেকেই রিয়াকে প্রমোশনের শেষের অংশেই রাখার কথা ছিল”। রুমি জানান, চেহরেতে রিয়ার চরিত্রটি ছোট। তাই সুশান্ত কাণ্ড না হলেও রিয়াকে ট্রেলারে এখন যতটা দেখা যাচ্ছে তখনও ততটাই দেখা যেত। রুমি বলেন, “কোনও কিছু প্রমাণ করার জন্য তো রিয়ার স্ক্রিন প্রেজেন্স আমরা ইচ্ছাকৃত ভাবে দীর্ঘক্ষণ করতে পারি না।”

অন্যদিকে আনন্দ বলেছিলেন, “রিয়ার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। ওর পাশে রয়েছি। চেহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রিয়া। আমি খুশি যে ছবির প্রচারের জন্য রিয়াকে বাদ দেওয়া হয়নি।” ট্রেলারে তাও অল্প কিছু সেকন্ডের জন্য রিয়া জায়গা পেলেও টিজার এবং ছবির পোস্টারে দেখা যায়নি তাঁকে। সে প্রসঙ্গে এর আগে আনন্দ বলেছিলেন, “আমরা এই মুহূর্তে রিয়ার বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সঠিক সময়ে তার সম্পর্কিত প্রশ্নের জবাব দেব। এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারি না।” অবশেষে কামব্যাক করছেন রিয়া। কিন্তু তাঁর কঠিন সময়ে পাশে থাকা রুমি জাফরির হয়তো নিজের ছবির মুক্তির দিন প্রেক্ষাগৃহে থাকা হবে না।