Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশাত্মবোধক ঘরানার গানের প্রতি আমার টান রয়েই গিয়েছে: রূপম ইসলাম

Rupam Islam: স্বাধীন দেশের নাগরিক হিসেবে তিন মহান বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই গানের মুক্তির জন্য স্বাধীনতা দিবসকে বেছে নেওয়া হয়েছে।

দেশাত্মবোধক ঘরানার গানের প্রতি আমার টান রয়েই গিয়েছে: রূপম ইসলাম
রূপম ইসলাম।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 12:44 PM

রূপম ইসলামের গান মানেই অন্য ধারার পারফরম্যান্স আশা করেন দর্শক। স্বাধীনতা দিবসের দিন যখন রূপমের নতুন গান মুক্তি পায়, তার তো আলাদা মাত্রা হবেই। ৭৫তম স্বাধীনতা দিবসে মুক্তি পেল পরিচালক অরুণ রায়ের ছবি ‘৮/১২’-র প্রথম গান বিনয় বাদল দীনেশ। সঙ্গীত পরিচালক সৌম্য ঋতের লেখার সুরে এই গান গাইলেন রূপম।

স্বাধীন দেশের নাগরিক হিসেবে তিন মহান বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই গানের মুক্তির জন্য স্বাধীনতা দিবসকে বেছে নেওয়া হয়েছে। রূপমের কথায়, “দেশাত্মবোধক সঙ্গীত আমার খুব পরিচিত জায়গা। বাবা, মা দুজনেই ছিলেন দেশাত্মবোধক সঙ্গীত এবং গণ সঙ্গীতের নির্মাতা। তাই এই ঘরানার গানের প্রতি আমার টান রয়েই গিয়েছে। সৌম্য ঋতের কথায় সুরে যে গানটা গাইলাম, তার অভিজ্ঞতা সত্যিই খুব আনন্দের। পুরো টিমের জন্য রইল আমার শুভেচ্ছা।”

টলিউডে নতুন প্রজন্মের সুরকারদের মধ্যে সৌম্য ঋত উল্লেখযোগ্য নাম। বেশ কিছু ছবির কাজ করছেন তিনি। তাঁর কথায়, “৮/১২ ছবির প্রথম গান মুক্তি পেল আজ। এ গান আসলে প্রাতঃস্মরণীয় বিপ্লবীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। রক মিউজিক এবং প্যারেড ঘরানার সঙ্গীতের মিশ্রণ ঘটাতে চেয়েছি। প্রযোজক কান সিং সোধা এবং পরিচালক অরুণ রায় যে আমার উপর ভরসা করে স্বাধীন ভাবে কাজ করতে দিয়েছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। আমার মিউজিক টিমকেও ধন্যবাদ। আর রূপম ইসলাম আমার অন্যতম অনুপ্রেরণা। ওর গায়কীতে এ গান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।”

১৯৩০-এর ৮ ডিসেম্বর বিনয় বাদল দীনেশ রাইটার্স অভিযান চালিয়েছিলেন। অত্যাচারী ব্রিটিশ শাসক সিম্পসনের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য তাঁদের অসমসাহসী অভিযান দেশবাসী আজও স্মরণ করে। পরিচালক অরুণ রায় জানান, ‘৮/১২’-র মতো একটা ছবি করার সুযোগ পেয়েছেন বলে প্রযোজককে ধন্যবাদ জানাতে চান। এই নতুন গান দর্শকের পছন্দ হবে বলে আশা তাঁর। তবে করোনা পরিস্থিতিতে কবে ছবি মুক্তি পাবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেননি তাঁরা।

আরও পড়ুন, সবেতেই কর্তৃত্ব ফলাতে চান শমিতা, বিগ বসে অভিযোগ দিব্যার

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'