AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sairat Actor Accused: সরকারী চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লাখ-লাখ টাকার জালিয়াতি করল ‘সাইরাট’ ছবির অভিনেতা

Suraj Pawar: দুই অভিযুক্ত স্বীকার করেছে, সরকারী স্ট্যাম্প নকল করে এই কাজ করেছে তারা। এবং সেই কাজ তারা করেছে সুরজের সাহায্য।

Sairat Actor Accused: সরকারী চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লাখ-লাখ টাকার জালিয়াতি করল 'সাইরাট' ছবির অভিনেতা
| Edited By: | Updated on: Sep 16, 2022 | 7:04 PM
Share

মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা নির্মাতা নাগরাজ মঞ্জুলের তিন-তিনটে ছবিতে অভিনয় করেছিলেন সুরজ পারওয়ার। সেই ছবিগুলির তালিকায় রয়েছে ‘সাইরাট’, ‘পিস্তুল্য’ এবং ‘ফ্যানড্রাই’। ‘সাইরাট’-এর একাধিক রিমেক হয়েছে এ দেশেই। শ্রীদেবী-কন্যা জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’ ছিল ‘সাইরাট’-এরই রিমেক। সেই ‘সাইরাট’-এ ‘প্রিন্স দাদা’র চরিত্রে অভিনয় করেছিলেন সুরজ পারওয়ার। সেই সুরজের বিরুদ্ধেই এবার উঠেছে লোক ঠকানোর অভিযোগ। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আহমেদনগর পুলিশ স্টেশনে। তাঁকে জেরা করা হবে খুব তাড়াতাড়ি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তেমনটাই।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, “সুরজকে খুব তাড়াতাড়ি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে। আরও তিনি অভিযুক্তকে ডেকে পাঠানো হবে।”

ঠিক কী করেছেন সুরজ?

সুরজের তরফ থেকে জানা যাচ্ছে, সরকারী চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কিছু ঠকবাজ লোক একটি চক্র চালাচ্ছিল। পুলিশ তাদের ধরার চেষ্টা করছিল অনেকদিন থেকেই। কেউ-কেউ ধরাও পড়েছে। সেই দলে রয়েছেন সুরজও।

পুলিশ জানিয়েছে, সরকারী চাকরি পাইয়ে দেওয়ার জন্য ৫ লাখ টাকা চাইত এই ষড়যন্ত্রকারীরা। এক অভিযোগকারী জানিয়েছেন, তাঁর কাছে সুরজ ও তিন অভিযুক্ত প্রথমে ২ লাখ টাকা নিয়েছিলেন। চাকরি হয়ে গেলে তাঁকে আরও ৩ লাখ টাকা দিতে হবে এমন কথা হয়েছিল।

সুরজ ও অন্যান্য অভিযুক্তরা ভুয়ো সরকারী অফার লেটার, ভুয়ো সরকারী স্ট্যাম্পের সাহায্য নিয়ে এই কাজ করেছেন। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় দুই অভিযুক্ত স্বীকার করেছে, সরকারী স্ট্যাম্প নকল করে এই কাজ করেছে তারা। এবং সেই কাজ তারা করেছে সুরজের সাহায্য।