Samantha Naga separation: বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন সামান্থা-নাগা

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 02, 2021 | 4:12 PM

Samantha Naga separation: সদ্য সামান্থা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘যখন হতাশা আমাকে ঘিরে ধরে তখন সব মসয় মনে রাখি সত্য এবং ভালবাসার পথ সব সময় জয়ী হবে।’

Samantha Naga separation: বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন সামান্থা-নাগা
সামান্থা এবং নাগা।

Follow Us

জল্পনার অবসান। নাগা চৈতন্যর সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের ঘোষণা করলেন দ্য ফ্যামিলি ম্যান-এর অভিনেত্রী সামান্থা। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এই বড় সিদ্ধান্তের ঘোষণা করেছেন তিনি।

সামান্থা লিখেছেন, ‘আমাদের সকল শুভান্যুধায়ীরা, অনেক চিন্তাভাবনার পর চে এবং আমি স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজেদের পথে এগিয়ে যাব ভেবেছি। আমরা ভাগ্যবান এক দশকের বেশি সময় আমাদের বন্ধুত্ব ছিল, সেটা আমাদের সম্পর্কের অত্যন্ত ব্যক্তিগত জায়গা। আমরা বিশ্বাস করি সেই স্পেশ্যাল বন্ডিং আমাদের মধ্যে থেকে যাবে। এই কঠিন সময়ে আমাদের অনুরাগী, শুভান্যুধায়ী এবং সংবাদমাধ্যমের কাছে আমাদের প্রাইভেসিকে সম্মান জানানোর অনুরেধ করব। আমরা সত্যিই এগিয়ে যেতে চাই। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’ এই একই পোস্ট করেছেন নাগাও।

সদ্য সামান্থা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘যখন হতাশা আমাকে ঘিরে ধরে তখন সব মসয় মনে রাখি সত্য এবং ভালবাসার পথ সব সময় জয়ী হবে। অদৃশ্য হয়ে অনেক অত্যাচারী বা খুনী হয়তো থাকবে। কিন্তু শেষ পর্যন্ত সকলেই পরাজিত হবে। এটা সব সময় ভাববে।’ হ্যাশট্যাগে তিনি ব্যবহার করেছে ‘মাই মম্মা সেড’-এর মতো তিনটি শব্দ। এই পোস্ট শেয়ার করার পরই অনুরাগীদের একাংশের মনে হচ্ছে, তা হলে কি নিজেই হতাশায় ভুগছেন অভিনেত্রী?

সামান্থা সদ্য এই সংক্রান্ত প্রশ্নে প্রকাশ্যে সাংবাদিকের উপর চটে যান। আলাদা ভাবে গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করেন নাগা চৈতন্যও। সদ্য এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেন, “আমার কেরিয়ারে প্রথম থেকেই ব্যক্তিগত এবং পেশাদার জগৎ আলাদা রেখেছি। আমি দুটো কখনও এক করে ফেলিনি। এটা আমি বাবা, মায়ের কাছ থেকে শিখেছি। এটা শিখেই বড় হয়েছি। আমি ছোট থেকে দেখেছি বাড়ি ফিরে বাবা, মা কখনও কাজ নিয়ে কথা বলতেন না। আবার যখন কাজে যেতেন, তখন সেখানে বাড়ির কথা আলোচনা করতেন না। খুব সুন্দর ব্যালান্স করে চলতেন।”

নাগা চৈতন্যর ব্যক্তিগত জীবনই এখন আলোচনার শিরোনামে। যা নাকি তাঁর কাছে কষ্টদায়ক। “আমি প্রথম দিকে কষ্ট পাচ্ছিলাম। মনে হত এটা হেডলাইনে কেন? তবে বুঝলাম খবর মানে আজ একটা তো আগামিকাল অন্য একটা। মিনিটে মিনিটে খবর বদলে যায়। দর্শকের মাথায় কোনও খবরই স্থায়ী ভাবে থাকে না। যখন এটা বুঝলাম, তখন বিষয়টা আর আমাকে প্রভাবিত করছে না” বলেন অভিনেতা।

নাগা চৈতন্য অভিনেতা নাগার্জুন আকিনেনির পুত্র। বৈবাহিক সূত্রে এক সময় আকিনেনি পদবী ব্যবহার করতেন সামান্থা। কিন্তু কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে সেই পদবী বাদ দিয়েছেন তিনি। তারপর থেকে নাগা চৈতন্যর সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনা আরও দৃঢ় হয় বিভিন্ন মহলে। সেই জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী স্বয়ং।

আরও পড়ুন, Samantha Akkineni: হতাশায় ভুগছেন সামান্থা? বিচ্ছেদের জল্পনার জন্যই এই পরিস্থিতি?

Next Article