Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samantha-Naga: নাগা চৈতন্যর সঙ্গে সামান্থার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এই নায়িকা

একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিয়োতেই ওই কাপল সম্পর্কে শ্রীকে বলতে শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কে বেশ কিছু ভাল ভাল কথা। তিনি বলছেন, "আমি চাই তোমরা দুজন একসঙ্গে থাক। তোমাদের দেখে অনুপ্রেরণা পাই। এটি তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ।"

Samantha-Naga: নাগা চৈতন্যর সঙ্গে সামান্থার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এই নায়িকা
সেলেব কাপলের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বিতর্কিত দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2021 | 5:31 PM

নাগা চৈতন্যর সঙ্গে সামান্থা প্রভুর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে তোলপাড় ইন্ডাস্ট্রি। তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু হঠাৎই সামান্থার স্বামী সূত্রে পাওয়া পদবী পরিবর্তন ও সাম্প্রতিক কিছু কার্যকলাপ যেন সেই গুঞ্জনেই যোগ করেছে ঘি-য়ের প্রলেপ। সম্প্রতি এই সেলেব কাপলের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বিতর্কিত দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি।

একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিয়োতেই ওই কাপল সম্পর্কে শ্রীকে বলতে শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কে বেশ কিছু ভাল ভাল কথা। তিনি বলছেন, “আমি চাই তোমরা দুজন একসঙ্গে থাক। তোমাদের দেখে অনুপ্রেরণা পাই। এটি তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ।” ওই কাপলকে একসঙ্গে দেখতে চেয়ে অনুরোধ করলেও এর আগে সামান্থা সম্পর্কে বেশ কিছু বিতর্কিত কমেন্ট করেছিলেন শ্রী। তিনি প্রকাশ্যেই সামান্থাকে তুলনা করেছিলেন লেবুর সঙ্গে। এরই পাশাপাশি আর এক জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তৃষাকে তুলনা করেছিলেন আঙুরের সঙ্গে। তাঁর এই ‘তুলনা’ নিয়ে বেশ জলঘোলা হয়েছিল।

এদিকে সম্পর্কের গতিপথ নিয়ে নীরব থাকলেও সদ্য এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেন, “আমার কেরিয়ারে প্রথম থেকেই ব্যক্তিগত এবং পেশাদার জগৎ আলাদা রেখেছি। আমি দুটো কখনও এক করে ফেলিনি। এটা আমি বাবা, মায়ের কাছ থেকে শিখেছি। এটা শিখেই বড় হয়েছি। আমি ছোট থেকে দেখেছি বাড়ি ফিরে বাবা, মা কখনও কাজ নিয়ে কথা বলতেন না। আবার যখন কাজে যেতেন, তখন সেখানে বাড়ির কথা আলোচনা করতেন না। খুব সুন্দর ব্যালান্স করে চলতেন।”

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে পুজো দিতে যান সামান্থা। সেখানে এক সাংবাদিক এই বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করলে দৃশ্যতই রেগে যান সামান্থা। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রেগে গিয়ে ওই সাংবাদিককে সামান্থা বলেন, ‘আমি একটা মন্দিরে এসেছি। আপনার কোনও বোধ নেই?’ দ্য ফ্যামিলি ম্যান ২’র সাফল্যের পর বলিউডেরও অফার পেতে শুরু করেছেন এই দক্ষিণী অভিনেত্রী। দক্ষিণী ছবি ছাড়াও বলিউডেও যে তাঁর পাকাপাকি ভাবে কাজ করার ইচ্ছে রয়েছে সে কথাও জানিয়েছেন সামান্থা। প্রসঙ্গত, ২০১৭ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে হয় তাঁর। সম্পর্ক কোন দিকে বাঁক নেয় এখন সেটাই দেখার।