Samantha Ruth Prabhu: সামান্থা রুখ প্রভু ভুগছেন এক বিরল অসুখে, নিজেই দিলেন সেই খবর

Samantha Ruth Prabhu: মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত 'যশোদা' ছবির ট্রেলার। পাঁচটি ভাষায় মুক্তি পাবে ছবি। এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন সামান্থা।

Samantha Ruth Prabhu: সামান্থা রুখ প্রভু ভুগছেন এক বিরল অসুখে, নিজেই দিলেন সেই খবর
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 7:29 PM

অসুস্থ সামান্থা রুথ প্রভু। কয়েক মাস আগে তিনি সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছু সময়ের জন্য দূরে ছিলেন। ভক্তরা সেই নিয়ে বেশ চিন্তায় ছিলেন। নেটিজ়েনরা কেউ বলছিলেন তাঁর ছবি ‘যশোদা’ বা অন্য কোনও কারণে তিনি নিজেকে সরিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে। আবার অনেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে ছিলেন চিন্তায়। তবে কিছুদিন পরই জানা যায় তিনি সদগুরুর সংস্পর্শে ছিলেন। তাঁর পরামর্শে নিজেকে দ্বিতীয় সুযোগ দিতে চান, তাও জানিয়েছিলেন। এর মাঝে মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত ‘যশোদা’ ছবির ট্রেলার। পাঁচটি ভাষায় মুক্তি পাবে ছবি। এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন সামান্থা। তামিল, তেলুগু, মালায়ালাম আর কন্নড় ভাষাতে মুক্তি পাবে যশোদা। টিজারে সামান্য ঝলক থেকে একটা আন্দাজ ছিল অ্যাকশন প্যাক ছবি হতে চলেছে সামান্থার এই ছবি।

এবার ছবির ট্রেলার থেকে বোঝা গেল কোন বিষয় নিয়ে হচ্ছে ছবি। ট্রেলার প্রশংসিত হয়েছে সকলের কাছে।  প্রসংশায় খুশি হওয়ার পাশাপাশি সামান্থা একটা পোস্ট দিয়ে জানিয়েছেন যে একটি বিরল অসুখে ভুগছেন তিনি। তাও কয়েক মাস ধরে। তাহলে ভক্তদের আশঙ্কায়ই সত্যি হল। তিনি এতদিন লুকিয়ে রেখেছিলেন এই সম্পর্কে। এবার নিজেই ইনস্টা পোস্টে স্ল্যালাইন হাতে একটি স্টুডিয়োতে বসে ছবি দিয়েছেন। সঙ্গে লম্বা একটা নোট। যেখানে লেখা, “যশোদা ছবির ট্রেলারে আপনাদের প্রতিক্রিয়া অপ্রতিরোধ্য ছিল। আপনাদের ভালবাসার যোগসূত্র ধরেই আজ এটি ভাগ করছি সকলের সঙ্গে যে জীবন আমার দিকে আপাতদৃ্ষ্টিতে অন্তহীন একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আচমকা, তার সঙ্গে লড়াই করার শক্তিও যেন দেয়। কয়েক মাস আগে মায়োসাইটিস নামক অটোইমুউন অবস্থা ধরা পড়ে। ভেবেছিলাম সেরে উঠে এটা সকলের সঙ্গে ভাগ করে নেব। কিন্তু আমার ভাবনার সঙ্গে বাস্তবের মিল বেশ কম। কারণ এটা ঠিক হতে একটু বেশি-ই সময় লাগবে। এখন আমি ধীরে ধীরে বুঝতে পারছি যে সব সময় আমরা যেভাবে শক্তিসালী পদক্ষেপ নিয়ে নিয়ে এগিয়ে যাবো ভাবি, তা হয় না। এটা মেনে নিয়েই এখন লড়াই চালিয়ে যাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারব বলে ডাক্তাররা আশা করছেন। আমার ভাল-খারাপ দিন ছিল… মানসিক-শারিরীক দুই ভাবেই, যখন মনে হয়েছে আর একটা দিনও সামলাতে পারব না, অদ্ভুতভাবে সেই সময়টা কাটিয়ে উঠি। আমার অনুমান এর অর্থ যে আমি আরও একদিন ভাল হয়ে ওঠার কাছাকাছি। আমি তোমাদের ভালবাসি। এটাও একদিন কেটে যাবে”।

সামান্থার ছবি ‘যশোদা’ মুক্তি পাবে ১১ নভেম্বর। এর আগে ‘দ্য ফ্যামেলি ম্যান’ সিরিজে তাঁকে অভিনয় করতে দেখা যায়। ‘পুষ্পা’ ছবিতে একটি আইটেম ডান্স দিয়ে তিনি সারা দেশের মানুষের হৃদয়ে জায়গা করেছেন। এবার প্রথম হিন্দি ছবি দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করতে কতটা সক্ষম হন, সেটাই দেখার।