Scarlett Johansson: মা হলেন ‘ব্ল্যাক উইডো’, কী নাম রাখলেন সন্তানের?

এত খুশির মধ্যেও যদিও সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন স্কার্লেট। মার্ভেল দুনিয়ার এই ব্ল্যাক উইডো সম্প্রতি ডিজনি স্টুডিয়োর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গর অভিযোগ এনেছেন

Scarlett Johansson: মা হলেন 'ব্ল্যাক উইডো', কী নাম রাখলেন সন্তানের?
কলিন-স্কার্লেট
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 2:24 PM

মা হলেন অভিনেত্রী স্কার্লেট জোহ্যানসন। ঘরে এল পুত্রসন্তান। ভক্তদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন অভিনেতার স্বামী কলিন জোস্ট। ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “হ্যাঁ আমাদের পরিবারে সন্তান এসেছে। ওর নাম কসমো। ওকে ভীষণ ভালবাসি আমরা।”

একইসঙ্গে এই সময়ে সন্তানের প্রাইভেসির দিকেও যাতে গুরুত্ব দেওয়া হয় সে ব্যাপারেও অনুরোধ করেছেন তিনি।  মজা করে লেখেন, এর আগে ‘নো কিড পলিসি’ নিয়েছিলেন তাঁরা।

স্কার্লেট ও জোস্টের দেখা হয় ২০০৬ সালে। ২০১৯ সালে বাগদান হয় তাঁদের। তিন বছর ডেট করার পর অবশেষে চুপিসারে বিয়ে সারেন ২০২০-র অক্টোবরে। স্কার্লেটের ছয় বছরের একটি মেয়ে রয়েছে। নাম রোজ ডরোথি। তাঁর প্রাক্তন স্বামী রোমেন ডরিয়াক ও তাঁর সন্তান রোজ। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত রোমেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন তিনি। এর আগেও ২০০৮ সালে ডেডপুল স্টার রায়ান রেনল্ডসকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের তিন বছর পর ২০১১ সালে সেই বিয়ে ভেঙে যায়।

View this post on Instagram

A post shared by Colin Jost (@colinjost)

বরাবরই নিজের সম্পর্কের ব্যাপারে গোপনিয়তা পছন্দ ‘ব্ল্যাক উইডো’র। স্বামী কলিনের সঙ্গেও বিয়েটা সেরেছিলেন একেবারেই চুপিসারে, পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে। এক ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে তাঁদের বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আসে। পেজটির নাম ‘মিলস অন উইলস অ্যামেরিকা’। বৃদ্ধদের খাবার পৌঁছে দেওয়া কাজ ওই পেজের। পোস্টে লেখা হয়, “স্কার্লেট ও কলিস এই সপ্তাহান্তে বিয়ে সেরে ফেলেছেন। সমস্ত কোভিড বিধি মেনেই বিয়ে সম্পন্ন হয়েছে। আপনাদেরকে এই খবর পৌঁছে দিতে পেতে আমরা শিহরিত।” স্কার্লেট যে সন্তানসম্ভবা সে খবরও আগে থেকে জানাননি ওই সেলেব দম্পতি। দিন কয়েক আগেই এক কমেডি শো-য়ে কলিন জানান, সংসারে সদস্য বাড়ছে।

এত খুশির মধ্যেও যদিও সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন স্কার্লেট। মার্ভেল দুনিয়ার এই ব্ল্যাক উইডো সম্প্রতি ডিজনি স্টুডিয়োর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গর অভিযোগ এনেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর একক মার্ভেল স্টুডিয়ো ফিল্ম ব্ল্যাক উইডো। সেই ছবিটি একই সঙ্গে ওটিটি ও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। স্কার্লেটের অভিযোগ, ডিজনি স্টুডিয়ো তাঁর সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছে।

আরও পড়ুন- রাজনীতি ছাড়লেন রূপা, দিলীপের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ