Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rhea Chakraborty: ভালবাসার কথা রিয়ার মুখে, জানালেন কোন জিনিস জীবনে এনেছে সুখ

Rhea Chakraborty: ২০২০-র জুন মাস থেকে ২০২২-এর ফেব্রুয়ারি– মাঝখানে প্রায় দুই বছরের ব্যবধান। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর প্রায় দু’বছর পর সম্প্রতি কাজে ফিরেছেন রিয়া।

Rhea Chakraborty: ভালবাসার কথা রিয়ার মুখে, জানালেন কোন জিনিস জীবনে এনেছে সুখ
ভালবাসার কথা রিয়ার মুখে
Follow Us:
| Edited By: | Updated on: Feb 25, 2022 | 10:04 AM

বিতর্কের অনেক গুলো সিঁড়ি পার করেছেন তিনি। দেড় খানা বছর নেটিজেনদের আতসকাচে তিনিই ছিলেন খুনি। যদিও আইন এখনও তা প্রমাণ করতে পারেনি। চলছে অনুসন্ধান। তিনি রিয়া চক্রবর্তী। ক্রমে স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া। বিগত বেশ কিছু দিন আগেই তাঁর কাছের বন্ধু শিবানী দান্ডেকরের বিয়ে হল অভিনেতা-প্রযোজক ফারহান আখতারের সঙ্গে। সেই উপলক্ষেই এই মুহূর্তে একের পর এক ছবি আপলোড করছেন রিয়া। একই সঙ্গে তাঁর মুখে ভালবাসা-সুখের কথাও যা দেড় বছর ধরে তাঁর জীবন থেকে কার্যত হারিয়ে গিয়েছিল।

বন্ধুর বিয়েতে নিজেও ফোটোশুট সেরে নিয়েছেন রিয়া। লিখেছেন, “ছোটছোট স্বাভাবিক জীবন এই মুহূর্তে আমায় সুখ দেয়। আমি শাড়ি ভালবাসি”। একই সঙ্গে তাঁর মুখে হতাশার কথাও। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, #স্বাভাবিক জীবন খুবই আন্ডাররেটেড। অর্থাৎ চাইলেই যে সম্পূর্ণ স্বাভাবিকতায় ফেরা যায় না এ কথাই যে বিগত দেড় বছরে উপলব্ধি তাঁর। তবু চেষ্টা থামছে না।

২০২০-র জুন মাস থেকে ২০২২-এর ফেব্রুয়ারি– মাঝখানে প্রায় দুই বছরের ব্যবধান। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর প্রায় দু’বছর পর সম্প্রতি কাজে ফিরেছেন রিয়া। এক রেডিয়ো স্টেশনের কোনও এক টক শো’য়ে অংশ নিয়েছিলেন তিনি। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই রিয়া ছিলেন লাইমলাইটে। তিনি ছিলেন সুশান্তের প্রেমিকা জল গড়িয়েছিল অনেক দূর। নেটিজেনদের কাঠগড়ায় দোষী ছিলেন তিনি। এরই মধ্যে মাদক মামলায় নাম জড়ায় রিয়া ও ভাই শৌভিকের। দুইজনই মাদক মামলায় হাজতবাস করেছেন। ছাড়াও পেয়েছেন। এর মধ্যে শৌভিকের হাজতবাসের সময় ছিল রিয়ার থেকে বেশি। সে সব এখন অতীত। গত বছর মুক্তি পেয়েছে রুমি জাফরির ছবি চেহরে। এই ছবিতে স্বল্প পরিসরে অভিনয় করেছিলেন রিয়া। বক্স অফিসে যদিও সেই ছবি হিট হয়নি।

শোনা গিয়েছিল বিগবসের ১৫ তম সিজনে অংশ নেওয়ার জন্য রিয়ার কাছে গিয়েছিল মোটা টাকার অফার। কিন্তু রিয়া নাকি রাজি হননি। বিতর্কিত জীবনে আরও বিতর্ক না বাড়াতেই নাকি রিয়া পিছিয়ে গিয়েছিলেন ওই টাকার প্রলোভন সত্ত্বেও। তবে বলিউডে তিনি যে আবার কাম্ব্যাক করতে চাইছেন, সে কথা বারেবারেই বলছিল রিয়ার ঘনিষ্ঠ মহল। কথায় বলে, সময় সব কিছু ঠিক করে দেয়। আপাতত সেই সঠিক সময়ের অপেক্ষাতেই এই বাঙালি মেয়ে।